টাকার অভাবে ফোন রিচার্জ না হওয়ায় অভিমানে আত্মঘাতী কিশোর

বাবা দিনমজুর। দিনমজুরি করে যে আয় হয় তাতে সংসার চালানোই কঠিন। টাকার অভাবেই ছেলের মোবাইলের ডেটা প্যাক সময়মতো রিচার্জ করতে পারেননি বাবা। সেই অভিমানে আত্মঘাতী (Suicide) হল ১৪ বছরের এক কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) জব্বলপুর জেলায়। মঙ্গলবার দুপুরে বাড়িতেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের দেহ উদ্ধার হয়। ছেলেকে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন মা। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ মনে করছে, মোবাইল ফোন রিচার্জ না হওয়ার কারণে ওই কিশোর আত্মঘাতী হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, আত্মঘাতী কিশোর সবসময়ই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত। সে সারাদিন বিভিন্ন অনলাইন গেম খেলত। মোবাইলে অনলাইন গেম খেলা তার নেশা হয়ে উঠেছিল।

   

কিন্তু ওই কিশোরের পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না। বাবা দিনমজুরি করে সংসার চালান। তাই টাকার অভাব কয়েকদিন ধরে মোবাইল রিচার্জ করা হয়ে ওঠেনি। মোবাইল রিচার্জ না হওয়ায় ছেলের সঙ্গে মা-বাবার অশান্তিও হয়েছিল। সে কারণেই ওই কিশোর আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন