হাসিনার সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করলেন! এবার কি হাসিনার পালা?

হাসিনার সঙ্গীরা (Bangladesh) একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে কোথায় তাঁদের গন্তব্য সেই নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও সূত্রের খবর হাসিনাও খুব শীঘ্র…

Genocide charges against Sheikh Hasina to be tried in Bangladesh under UN supervision,

হাসিনার সঙ্গীরা (Bangladesh) একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে কোথায় তাঁদের গন্তব্য সেই নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও সূত্রের খবর হাসিনাও খুব শীঘ্র ভারত ছাড়বেন। আপাতত তিনি দিল্লির একটি সেফ হাউসে আছেন। সঙ্গে রয়েছে তাঁর বোন রেহানা।

‘সংবিধানের উপর আঘাত’, সংসদে হইচই! ওয়াকফ সংশোধনি বিল নিয়ে কেন এত আপত্তি বিরোধীদের?

   

প্রসঙ্গত সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে উঠেছিলেন তিনি। নামেন উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসে। এর পর থেকে তিনি দিল্লিতে গোপন আশ্রয়ে আছেন বলে খবর। হাসিনা চলে আসার পর বাংলাদেশ থেকে তাঁর দলের আরও কয়েক জন সদস্য ভারতে এসেছেন। বৃহস্পতিবার হাসিনার সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তাঁরা। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশেই ফিরে যাচ্ছেন কি না, জানা যায়নি তা-ও।

বাংলায় আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ বাংলাদেশি দলের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

বেশকিছু সর্বভারতীয় সংবাদসংস্থার মতে হাসিনা খুব শীঘ্র লন্ডনে উড়ে যেতে পারেন। তবে এই বিষয়ে এখনই শিলমোহর দেওয়া যাচ্ছে না। তবে হাসিনার সঙ্গে গত সোমবার তাঁর দলের যে সমস্ত সঙ্গীরা এদেশে এসেছিল, তাঁরা একে একে ভারত ছাড়তে শুরু করায় বাড়ছে জল্পনা। তাহলে কি হাসিনাও খুব শীঘ্র অন্য দেশে পাড়ি দেবেন? তাঁরা ব্যবহার্য জামাকাপড় কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে পারেননি হাসিনারা। ভারত থেকে তাঁরা জিনিসপত্র কিনেছেন। হাসিনাদের সঙ্গে থাকার জন্য ভারতের প্রোটোকল দফতর থেকে যে আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে, তাঁরাই জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশ ছাড়তে হয়েছে হাসিনা এবং তাঁর সঙ্গীদের। তাঁর সরকারের পতন যখন নিশ্চিত, সে সময়ে ঢাকার গণভবনে শয়ে শয়ে মানুষ ঢুকতে শুরু করেছিলেন। শোনা যায়, হাসিনাকে নাকি মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনা।