তৎকাল টিকিটের নতুন নিয়ম? বদলে গেল সময়? IRCTC জানাল গোটা বিষয়টা

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক বার্তা ঘুরে বেড়াচ্ছে — দাবি করা হচ্ছে, ভারতীয় রেল তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়…

tatkal ticket booking rules

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক বার্তা ঘুরে বেড়াচ্ছে — দাবি করা হচ্ছে, ভারতীয় রেল তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন এনেছে। কেউ বলছেন, নতুন সময়সূচি চালু হয়েছে, আবার কেউ বলছেন, এজেন্টদের জন্য আলাদা শর্ত জারি হয়েছে। (tatkal ticket booking rules)

এই খবর শুনে অনেক যাত্রীই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ শেষ মুহূর্তের রেল যাত্রার অন্যতম ভরসা তৎকাল টিকিট। কিন্তু সত্যিই কি বদলে গেল নিয়ম? বদলে গেল বুকিংয়ের সময়?

IRCTC-এর পক্ষ থেকে জারি হলো গুরুত্বপূর্ণ বিবৃতি tatkal ticket booking rules

এই সমস্ত বিভ্রান্তিকর খবরের পরিপ্রেক্ষিতে IRCTC স্পষ্ট করে জানিয়ে দিয়েছে— তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে কোনও রকম পরিবর্তন আনা হয়নি। সংস্থার তরফে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় কয়েকটি বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিটের সময় পরিবর্তিত হয়েছে। আমরা পরিষ্কার জানাচ্ছি, এই সংক্রান্ত কোনও পরিবর্তন প্রস্তাবিত নয়।”

তাহলে বর্তমান নিয়ম কী? tatkal ticket booking rules

AC শ্রেণি (2A, 3A, CC, EC, 3E): যাত্রার এক দিন আগে সকাল ১০টা থেকে বুকিং শুরু হয়।

Non-AC শ্রেণি (SL, FC, 2S): বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে।

প্রসঙ্গত, প্রথম শ্রেণির (1A) টিকিটের জন্য তৎকাল ব্যবস্থা নেই।

Advertisements

তৎকাল টিকিট সম্পর্কে সংক্ষেপে tatkal ticket booking rules

তৎকাল টিকিট হলো রেলের একটি বিশেষ ব্যবস্থা, যেখানে সীমিত আসন যাত্রার এক দিন আগে অগ্রিম বুক করা যায়। সাধারণ টিকিটের তুলনায় তৎকাল টিকিটের জন্য নির্দিষ্ট হারে অতিরিক্ত চার্জ দিতে হয়। সেকেন্ড ক্লাসে মূল ভাড়ার ১০% এবং অন্যান্য শ্রেণিতে ৩০% অতিরিক্ত চার্জ নেওয়া হয়।

বাতিলের ক্ষেত্রে নিয়ম কী? tatkal ticket booking rules

নিশ্চিত তৎকাল টিকিট বাতিল করলেও কোনও টাকা ফেরত পাওয়া যায় না। অপেক্ষমাণ বা বিশেষ পরিস্থিতিতে বাতিল করা টিকিটে, রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী টাকা ফেরত দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ার দাবি বিভ্রান্তিকর, IRCTC নিশ্চিত করেছে— তৎকাল ও প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের সময় অপরিবর্তিত।