The Kashmir Files: ‘দ্যা কাশ্মীর ফাইলস’ দেখে বিস্ফোরক মন্তব্য তসলিমার

দেশ জুড়ে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (the kashmir files) সিনেমা। বিষয়টির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে রাজনীতি। দেশ জুড়ে…

taslima reaction on the kashmir files movie

দেশ জুড়ে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (the kashmir files) সিনেমা। বিষয়টির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে রাজনীতি। দেশ জুড়ে বিজেপির নেতাকর্মীরা ওই ছবির প্রচার করছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসা করেছেন। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুক্রবার ছবিটি দেখেছের বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

কিছুটা সত্য দেখিয়ে রাজনৈতিক স্বার্থে বাকি মিথ্যা ঘটনা দেখানো হয়েছে বিবেক অগ্নিহোত্রি পরিচালিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবিতে। এই নিয়ে প্রচার শুরু করেছে অবিজেপি দলগুলি। এই অবস্থায় ওই ছবি নিয়ে বিস্ফোরক দাবি করলেন লেখিকা তসলিমা নাসরিন। সেই সঙ্গে বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাতের ঘটনা নিয়েও ছবি তৈরির পক্ষে সওয়াল করেছেন তিনি।

ওই ছবি দেখার পরে ট্যুইটারে তসলিমা নাসরিন লিখেছেন, “দ্য কাশ্মীর ফাইলস দেখলাম। যদি ছবিটির গল্প ১০০ শতাংশ সত্যি হয়, কোনও বাড়তি রং না থাকে, অর্ধসত্য কাহিনি না হয়, তাহলে সত্যিই অত্যন্ত কষ্টের কাহিনি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। তবে আমি বুঝি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি তৈরি হয়নি।”

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখেতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে কোথাও ছবি বা পরিচালকের নাম ছিল না। নাম উল্লেখ না করেই বার্তা দিয়েছেন মমতা। অন্যদিকে, ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার।