মহিলা সাংবাদিকে ‘না’! ‘তালিবান নারীদের মানুষ মনে করে না’: তুলোধোনা তসলিমার

ঢাকা: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমীর খান মুত্তাকির প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন। Advertisements…

Taslima Nasreen On Women Journalist Ban

ঢাকা: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমীর খান মুত্তাকির প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন।

Advertisements

১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করেন তসলিমা৷ এদিন তিনি বলেন, “তালিবান নারীদের মানবাধিকারের অধিকার দিচ্ছে না, কারণ তারা নারীদের মানুষ হিসেবে গণ্যই করে না।” তিনি উপস্থিত পুরুষ সাংবাদিকদেরও নিশানা করেন৷ বলেন, নৈতিক বোধ থাকলে এমন বৈষম্যমূলক পরিস্থিতিতে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক ত্যাগ করা উচিত ছিল৷ 

Advertisements

দিল্লিতে প্রেস কনফারেন্স

তসলিমা এক্সে (X)-এ লিখেছেন, “আফগান বিদেশমন্ত্রী দিল্লিতে এসে প্রেস কনফারেন্স করেছেন। কিন্তু কোনো মহিলা সাংবাদিককে সেখানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। তালিবান-প্রচলিত ইসলাম অনুযায়ী মহিলাদের ভূমিকা শুধুমাত্র ঘরে থাকা, সন্তান জন্ম দেওয়া এবং স্বামী ও পরিবারের সেবা করা। এই নারীবিদ্বেষী নীতি মেয়েদের স্কুল, কর্মক্ষেত্র, বা সমাজের যেকোনো জায়গায় উপস্থিতি অস্বীকার করে৷ পুরুষ সাংবাদিকদের নৈতিক বোধ থাকলে তারা অবশ্যই প্রেস কনফারেন্স ত্যাগ করতেন। যে কোনো সভ্য রাষ্ট্রের উচিত এমন নারীবিদ্বেষী রাজ্যকে স্বীকৃতি না দেওয়া।”

তসলিমার এই মন্তব্য এসেছে ঠিক সেই সময় যখন ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্পষ্ট করেছে যে আফগান বিদেশমন্ত্রীর প্রেস ইন্টারঅ্যাকশনে তাদের কোনো ভূমিকা ছিল না।

যৌথ সাংবাদিক বৈঠক হয়নি Taslima Nasreen On Women Journalist Ban

এই সাংবাদিক বৈঠকটি আফগান দূতাবাসে অনুষ্ঠিত হয়৷  বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরই সাংবাদিক বৈঠক ডাকা হয়৷  যৌথ সাংবাদিক সম্মেলন হয়নি; আফগান পক্ষ একাই আলাদা মিডিয়া ইন্টারঅ্যাকশন করেছে। যেখানে শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে।

আফগানিস্তানের “তালেবান ২.০” শাসনের অধীনে, ২০২১ সালের আগস্ট থেকে নারীদের জীবনযাত্রা ও শিক্ষা-অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। জাতিসংঘের মতে, আফগান নারীদের এই পরিস্থিতি বিশ্বের সর্বাধিক সংকটজনক নারী অধিকার পরিস্থিতি।

চিদাম্বরমের প্রতিক্রিয়া

নারী সাংবাদিকদের বৈষম্যমূলক বর্জন দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে (X)-এ লিখেছেন, “আমি অবাক যে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আমার ব্যক্তিগত দৃষ্টিতে, পুরুষ সাংবাদিকদের উচিত ছিল তখনই সভা ত্যাগ করা।”

মুত্তাকির দিল্লি সফর ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। এটি তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে কাবুলের প্রথম উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল।