HomeBharatIT Raid: তল্লাশি চলছে কেন? এই বলে বেদম মারধর আয়কর অফিসারদের

IT Raid: তল্লাশি চলছে কেন? এই বলে বেদম মারধর আয়কর অফিসারদের

ডিএমকের অভিযোগ, মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রশ্ন তোলার কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অহেতুক অভিযান চালানো হচ্ছে। রাজ্য  তথা পুরো দক্ষিণ ভারত বিজেপির বিরুদ্ধেই থাকবে।

- Advertisement -

কেন্দ্রীয় তদন্ততকারী সংস্থার (IT Raid) কর্মীরা মার খেয়ে পালাচ্ছেন। তাদের ধরে বেদম মারধর করছেন মন্ত্রীর অনুগামীরা। একেবারে মারকাটারি পরিস্থিতি। আয়কর অফিসারদের মেরে তাড়িয়ে দেওয়া হলো। এর জেরে তীব্র বিতর্ক।

বিতর্কে জড়াল তামিলনাডু সরকার। এ রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে জোট (ডিএমকে, কংগ্রেস ও বাম) সরকারের মন্ত্রীর আত্মীয়র বাড়িতে চলছিল আয়কর অভিযান। সেখানেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল ডিএমকে সমর্থকদের। তারা ঝাঁপিয়ে পড়লেন আয়কর অফিসারদের উপর।

ঘটনাস্থল করুর। এখানেই হামলার মুখে পড়েন আয়কর অফিসারররা।  মন্ত্রী সেন্থিল বালাজির ভাই অশোকের বাড়িতে তল্লাশি করতে আসেন আয়কর অফিসাররা। সেখানে ডিএমকে কর্মীদের এবং আইটি আধিকারিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷

তামিলনাড়ু জুড়ে প্রায় ৪০টি জায়গায় অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। অভিযোগ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি দুর্নীতিতে যুক্ত৷ তার বাড়ি ও আত্মীয়দের বাড়িতে অভিযানের সময় হলো হামলা।

এই ঘটনার জেরে বিতর্কের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তবে ডিএমকের অভিযোগ, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রশ্ন তোলার কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অহেতুক অভিযান চালানো হচ্ছে। রাজ্য  তথা পুরো দক্ষিণ ভারত বিজেপির বিরুদ্ধেই থাকবে। নতুন সংসদ ভবন অনুষ্ঠান বয়কট করেছে ডিএমকে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ