HomeBharatUkraine War: ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে নাম লেখালেন ভারতীয় যুবক

Ukraine War: ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে নাম লেখালেন ভারতীয় যুবক

- Advertisement -

ইউক্রেনের যুদ্ধে নাম লেখালেন ভারতীয় যুবক। জন্মসূত্রে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের বাসিন্দা। বয়স ২১ বছর। ইউক্রেনে পড়তে গিয়েছিল সে। নাম সৈনিকেশ রবিচন্দ্রন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।

এই খবর সামনে আসার পর তাঁর বাড়ি গিয়েছিলেন সরকারি অফিসাররা। তাঁর বাবা ও মায়ের খোঁজ নেন। তখনই জানা যায় সৈনিকেশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সুযোগ পাননি তিনি। বাতিল হয়ে যান। তারপরই ২০১৮ সালে, সৈনিকেশ খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন। ২০২২ সালের জুলাইয়ের মধ্যে কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। তারপরই দেশে ফিরতেন তিনি। কিন্তু তার আগেই ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দেশকে বাঁচাতে সাধারণ মানুষকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ডাকে সাড়া দিয়ে আধাসামরিক বাহিনীতে যোগ দেন সৈনিকেশ।

   

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সৈনিকেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাঁর পরিবারের। ছেলের সঙ্গে যোগাযোগ করতে দূতাবাসের সাহায্য চান বাবা-মা। তারপর তাঁরা সৈনিকেশের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তখনই সৈনিকেশ তাঁর পরিবারকে জানান যে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular