ভোটার তালিকায় চমক: কারও ঠিকানা সুলভ শৌচালয়, কারও রেলস্টেশন!

মুম্বই: দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (SIR) আবহে মহারাষ্ট্রে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। আগামী জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যেই রাজ্যের ২৯ টি পুরসভা, ৩২ টি জেলা পরিষদ, ২৪৮ টি পুরসভা কাউন্সিল ও ৩৫১ টি পঞ্চায়েত সমিতির নির্বাচন সম্পন্ন করার নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু তার আগেই নব্য মুম্বই-এর ভোটার তালিকায় (Voter List) ধরা পড়ল ব্যাপক কারচুপি!

Advertisements

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (Maharashtra Navnirman Sena) সদ্য একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, কোনও ভোটারের বাড়ির ঠিকানা সুলভ শৌচালয় তো কারও আবার ঠিকানা দেওয়া রয়েছে নেরুল রেলস্টেশন! এমনকি নব্য মুম্বই মিউনিসিপাল কমিশনারের বাংলো পর্যন্ত ভোটারদের ঠিকানায় উল্লিখিত রয়েছে! যার প্রেক্ষিতে ভোটার তালিকায় দ্রুত অডিটের দাবী জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (Maharashtra Navnirman Sena)।

   

দলের মুখপাত্র তথা নব্য মুম্বইয়ের MNS সভাপতি গজানন কালে বলেন, “সুলভ শৌচালয় কারও বাসস্থান হতে পারে না। তবুও এটি ভোটার তালিকায় (Voter List) দেখা যাচ্ছে। যাচাইকরণ প্রক্রিয়া ভেঙে পড়েছে তার কি আর প্রমাণের প্রয়োজন?” “পুরপ্রধানের সরকারি বাসভবনের ঠিকানাতেই ১২৭ জন ভোটারের নাম নথিভুক্ত করা রয়েছে! এটি কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি নয়। বরং, ইচ্ছাকৃত অবহেলা বা যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে! যাতে এইসব ভুয়ো নাম নথিভুক্ত করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা যায়”, বলে তোপ দাগেন কালে।

নাগরিক কর্মীরাও প্রতিবাদে সরব হয়েছেন

Advertisements

নাগরিক কর্মী এবং অনলাইন মানববন্ধনের আহ্বায়ক বি এন কুমার বলেন, “ভোটার তালিকার সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া নিজে থেকেই নড়বড়ে হয়ে পড়ে। এটি রাজনীতির বাইরে। এটি ব্যবস্থার উপর আস্থা হারানোর বিষয়।” বলা বাহুল্য, দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (SIR) আবহে মহারাষ্ট্রের এই তথ্য সামনে উঠে এসেছে।

ইতিমধ্যেই, তালিকা থেকে ভুয়ো, মৃত এবং অনুপ্রবেশকারী ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে তোলপাড় ভোটমুখী বিহারের রাজনীতি। যার দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গেও। মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লির কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভোটার তালিকায় এই গড়মিলকে একটি বৃহত্তর জাতীয় প্যাটার্ন হিসেবেই দেখা হচ্ছে। এই ধরণের ঘটনা বন্ধ করতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে নাগরিক দল এবং অ্যাক্টিভিস্ট সহ রাজনীতিকরা।