দাদার মতোই কেলেঙ্কারি ভাইয়ের? যৌন মামলায় ফাঁসানোর হুমকি সূরজ রেভান্নাকে

যৌন কেলেঙ্কারিতে ফাঁসানোর হুমকি পেয়ে ফোন পেলেন জেডিসএস নেতা প্রজ্বল রাভান্নার ভাই সূরজ। কর্ণাটকের বিধান পরিষদের জেডিএস নেতা তিনি। জানা গিয়েছে, সম্প্রতি একটি উড়ো ফোন…

যৌন কেলেঙ্কারিতে ফাঁসানোর হুমকি পেয়ে ফোন পেলেন জেডিসএস নেতা প্রজ্বল রাভান্নার ভাই সূরজ। কর্ণাটকের বিধান পরিষদের জেডিএস নেতা তিনি। জানা গিয়েছে, সম্প্রতি একটি উড়ো ফোন পান সূরজ। সেখানে তাঁর কাছে দু-কোটি টাকা দাবি করা হয়, তা নাহলে তাঁকে মিথ্যা যৌন মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। যদিও এই উড়ো-ফোন পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ওই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সূরজের ঘনিষ্ট মহলের দাবি, জেডিএসের যুব শাখার নেতা চেতন কেএস ও তাঁর শ্যালক এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে। তাঁদের দাবি, নিজের স্বার্থসিদ্ধির জন্য সূরজ রাভান্নার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। তারপর দলের মধ্যেই সূরজ রাভান্না ব্রিগেড গঠন করেন। কিন্তু লোকসভা ভোটের আগে প্রজ্বল রাভান্নার যৌন ভিডিও ভাইরাল কেলেঙ্কারি সামনে আসে।

   

তখনও নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সূরজকে পাল্টা ‘ব্ল্যাকমেল’ করতে শুরু করেন বলে দাবি জেডিএস নেতাদের।জানা গিয়েছে, প্রথমে পাঁচ কোটি টাকা দাবি করলেও পরে দু -কোটি দেওয়ার চাপ বাড়াতে থাকে তাঁরা। এমন অবস্থায় পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া রাভান্না পরিবারের আর কোনও উপায় ছিল না।

সম্প্রতি গত মার্চে দু-হাজার জন মহিলার সঙ্গে যৌন ভিডিও কেলেঙ্কারিতে ফেঁসেছিলেন তিনি। যাতে ধরা না পড়ে সেই কারণে জার্মানীতে আশ্রয় নিয়েছিলেন। তা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। শেষপর্যন্ত সপ্তম দফা ভোটের আগে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় দেশে। গ্রেফতার এড়াতে তখন আগাম জামিনের দাবি করেছিলেন প্রজ্জ্বল। কিন্তু তা খারিজ করে আদালত।