অনলাইনে নয়, পরীক্ষা হবে অফলাইনে- নির্দেশ সুপ্রিম কোর্টের

অন-লাইনে নয়, এবার অফলাইনে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে হবে। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড আগেই জানিয়েছিল, এবার পরীক্ষা…

অনলাইনে নয়, পরীক্ষা হবে অফলাইনে- নির্দেশ সুপ্রিম কোর্টের

অন-লাইনে নয়, এবার অফলাইনে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে হবে। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড আগেই জানিয়েছিল, এবার পরীক্ষা হবে অফলাইনে। কিন্তু বোর্ডের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়ে। ১৫ টি রাজ্যের বেশ কয়েকজন অভিভাবকের দাবি ছিল, করোনা পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। তাই অফলাইন নয়, অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট ওই আবেদনটি শুনানির জন্য গ্রহণই করল না।

আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে পরীক্ষা দেওয়া কোনও নিয়ম হতে পারে না। একইসঙ্গে বিচারপতি এএম খানউইলকর বলেন, এ ধরনের আবেদন করে পুড়ুয়াদের মধ্যে একটা মিথ্যা আশা তৈরি করা হচ্ছে। তাদের বিভ্রান্ত করা হচ্ছে। পড়ুয়ারা স্পষ্ট জেনে রাখুক, অনলাইনে নয় বোর্ড পরীক্ষা অফলাইনে স্কুলে বসেই দিতে হবে।

তিন সদস্যের বেঞ্চের অপর দুই বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরী বলেন, পড়ুয়ারা তাদের কাজ করুক। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ বা বোর্ড তাদের কাজ করুক। এভাবে একটি পরীক্ষা নিয়ে অযথা আদালতে দৌড়াদৌড়ি করার কোনও কারণ নেই। করোনা পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। এভাবে পড়ুয়ারা যদি বাড়িতে বসে বোর্ডের পরীক্ষা দেওয়ার ভাবনা চিন্তা করে থাকে সেটা একেবারেই ঠিক নয়। তাদের উচিত, পড়াশোনা করে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া। এতদিন তো সেভাবেই চলে আসছিল। বাড়িতে বসে কোনও অন্যায় সুযোগ গ্রহণ করে পরীক্ষা দেওয়ার কথা ভাবনা চিন্তা করা অপরাধের সামিল। পড়ুয়াদের উচিত রীতিমতো পড়াশোনা করেই পরীক্ষায় বসা। সেক্ষেত্রে স্কুলে না বাড়িতে কোথায় পরীক্ষা হচ্ছে সেটা কোনও ব্যাপারই হবে না।

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালে করোনাজনিত কারণে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্কুলে বসে হয়নি। অনলাইনে এই দুই পরীক্ষা নিয়েছিল সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড-সহ দেশের সমস্ত স্কুল বোর্ড। কারণ তখন দেশে করোনার প্রকোপ ছিল খুব বেশি। চলতি বছরে সিবিএসই বোর্ড অফলাইনে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যেই ডিসেম্বর মাসের প্রথম পর্যায়ের পরীক্ষা হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে ২৬ এপ্রিল। সিআইএসসিই বোর্ডের পরীক্ষার দিনক্ষণ অবশ্য এখনও জানানো হয়নি। জানা গিয়েছে এপ্রিলের শেষ থেকেই তাদের পরীক্ষা হবে।