জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে সমীক্ষা চালাতে বারণ করল সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত। জ্ঞানবাপী মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, মসজিদে কোনও ভাঙচুর করা চলবে না। আদালত জানিয়ে, ২৬ জুলাই পর্যন্ত কোন সমীক্ষা চালানো যাবে না৷
এই বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা, সরকারের পক্ষে উপস্থিত হয়ে বলেছেন, কোনও নাশকতা করা হয়নি বা এটি পরিকল্পিত নয়। বর্তমানে জরিপে শুধু মসজিদ পরিমাপের কাজ চলছে। অন্যদিকে, মুসলিম পক্ষের পক্ষ থেকে জরিপ কাজ দুই-তিন দিন পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
The archaeological survey of India ASI will start the survey of the #Gyanvapi mosque in Varanasi today. A local Varanasi court in Gyanvapi- Shringar Gauri case has ordered the ASI to conduct the survey. pic.twitter.com/ZAlFIPXHmW
— All India Radio News (@airnewsalerts) July 24, 2023
হাইকোর্টে আপিলের নির্দেশ
ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) সোমবার জ্ঞানবাপীতে একটি সমীক্ষা চালায়। মুসলিম পক্ষ এএসআই-এর সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। পিটিশনে, জ্ঞানবাপী মসজিদ পরিচালনা কমিটি, আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ বারাণসী জেলা আদালতের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়েছে। বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপীর সমীক্ষার নির্দেশ দিয়েছিল। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জ্ঞানবাপী মসজিদ পরিচালনা কমিটিকে বারাণসী জেলা আদালতের সিদ্ধান্ত স্থগিত করতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে বলেছে।
Gyanvapi case | Supreme Court says no ASI survey of Gyanvapi mosque complex till 5 pm, July 26th.
High Court order shall not be enforced till 26th July. In the meantime, the mosque committee shall move High Court. pic.twitter.com/MMm9Xw1W3Q
— ANI (@ANI) July 24, 2023