পথ কুকুরের কামড়ে মৃত্যু হলে দায়ী কে? রাজ্য-ফিডারদের দিতে হবে জরিমানা, সুপ্রিম কোর্ট

Supreme Court on stray dog

নয়াদিল্লি: রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরের কামড়ে মৃত্যু বা জখম হওয়ার ঘটনায় এবার চরম কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কুকুরের কামড়ে প্রতিটি জখম বা মৃত্যুর ঘটনার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ‘ভারী আর্থিক ক্ষতিপূরণ’ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। শুধু তাই নয়, যারা রাস্তায় কুকুরদের খাবার খাওয়ান, তাঁদের দায়বদ্ধতা নিয়েও কড়া প্রশ্ন তুলেছে আদালত।

Advertisements

‘কেন রাস্তায় কামড়ে বেড়াবে কুকুর?’

বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। আদালত প্রশ্ন তোলে, কেন রাস্তার কুকুরদের এভাবে যত্রতত্র ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে যেখানে তারা সাধারণ মানুষকে কামড়াচ্ছে বা তাড়া করছে?

   

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী- Supreme Court on stray dog

রাজ্যের দায়বদ্ধতা: প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার জন্য প্রতিটি কুকুরের কামড়ের ঘটনায় রাজ্য সরকারকে উচ্চহারে ক্ষতিপূরণ দিতে হবে।

ফিডারদের দায়: যারা কুকুরদের নিয়মিত খাবার খাওয়ান, তাঁদের উদ্দেশ্যে আদালত বলে, “আপনারা ওদের (কুকুরদের) নিজেদের বাড়িতে নিয়ে যান, সেখানেই রাখুন। কেন ওদের রাস্তায় ঘুরে বেড়াতে দেওয়া হবে? কুকুরের কামড়ের প্রভাব সারাজীবন থেকে যায়।”

শিশুর মৃত্যুতে দায় কার?

শুনানি চলাকালীন একটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে আদালত প্রশ্ন তোলে, “যখন কোনো নির্দিষ্ট সংস্থার খাওয়ানো কুকুরের কামড়ে ৯ বছরের শিশুর মৃত্যু হয়, তখন সেই সংস্থাকে কেন ক্ষতির জন্য দায়ী করা হবে না?”

‘কুকুরের মুড বোঝা অসম্ভব’

গত ৭ জানুয়ারির শুনানিতে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দিয়েছিলেন যে, প্রাণীদের প্রতি সহানুভূতি দেখালে তারা আক্রমণ করে না। তিনি বলেন, “যদি আপনি ওদের এলাকায় অনধিকার প্রবেশ করেন, তবেই ওরা আক্রমণ করবে।”

তবে এই যুক্তিতে সায় দেয়নি শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ পাল্টা প্রশ্ন করেন, “আপনি কী করে বুঝবেন? সকালে কোন কুকুর কোন মেজাজে (Mood) আছে, তা বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়।” কেবল কামড়ানো নয়, রাস্তায় কুকুরের কারণে তৈরি হওয়া আতঙ্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করে আদালত।

পূর্ববর্তী নির্দেশ ও বর্তমান পরিস্থিতি

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে- স্কুল, হাসপাতাল, স্পোর্টস কমপ্লেক্স এবং বাসস্ট্যান্ড বা রেলস্টেশনের মতো জায়গা থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে ফেলতে হবে। নিয়ম মেনে বন্ধ্যাকরণ ও টিকাকরণের পর তাদের নির্দিষ্ট আশ্রয়ে পাঠানোর কথা বলা হয়েছিল।

রাস্তা ও হাইওয়েতে গবাদি পশু এবং বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে চলা এই জনস্বার্থ মামলার পরবর্তী শুনানিতে আদালত ক্ষতিপূরণের অঙ্ক ও দায়বদ্ধতার বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Bharat: The Supreme Court warns states of heavy compensation for every stray dog bite and death. The top court also questioned the liability of dog feeders. Learn why Justice Vikram Nath’s bench is demanding accountability for street dog attacks in India.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements