নয়াদিল্লি: কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ জানায়, জম্মু ও কাশ্মীরের বর্তমান ‘গ্রাউন্ড রিয়েলিটি’ উপেক্ষা করা যাবে না, বিশেষ করে পহেলগাঁও-এ ঘটে যাওয়া জঙ্গি হামলার মতো ঘটনা।
রাজ্যের মর্যাদা ফিরে পেতে চাইছে কাশ্মীর
শীর্ষ আদালতের এই মন্তব্য আসে কেন্দ্রের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতার বক্তব্যের পর। তিনি বলেন, “আমরা নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছি। তবে দেশের এই অংশের পরিস্থিতি আলাদা ধরনের। কেন এই ইস্যু হঠাৎ এতটা উত্তপ্ত হচ্ছে, তা বোঝা কঠিন। আট সপ্তাহ সময় দিলে আমি নির্দেশনা নেব।”
এই মামলাটি দায়ের করেছিলেন কলেজ শিক্ষক জাহুর আহমেদ ভাট ও সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক। তাঁদের যুক্তি, রাজ্যের মর্যাদা পুনঃস্থাপনের আগে বিধানসভা নির্বাচন করা হলে তা সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম মূলনীতি ‘সংঘীয়তাবাদ’-এর পরিপন্থী হবে।
কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর Supreme Court on J&K statehood
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় এবং রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়— জম্মু ও কাশ্মীর (বিধানসভাসহ) এবং লাদাখ (বিধানসভাবিহীন)। তখন থেকেই কেন্দ্র জানিয়েছে, সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফেরানো হবে। সুপ্রিম কোর্টও এর আগে রাজ্যের মর্যাদা দ্রুত পুনঃস্থাপনের পরামর্শ দিয়েছিল।
গত বছরের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স–কংগ্রেস জোট ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি তোলেন। তবে আদালত বৃহস্পতিবার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতুবি রাখে, যাতে কেন্দ্র প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারে।
পহেলগাঁও হামলার ছায়া
এই পর্যবেক্ষণ এসেছে এমন এক সময়ে, যখন ২২ এপ্রিল পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক নিহত হন। লক্ষ্যবস্তু ছিল হিন্দু পর্যটকরা। হামলা চালায় লস্কর-ই-তইবার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান এক স্থানীয় টাট্টু ব্যবসায়ীও।
হামলার পর ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের পঞ্জাবে জঙ্গি শিবিরে বিমান হামলা চালায়। পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি ভারতীয় বাহিনী পাকিস্তানি বিমানঘাঁটিতেও পাল্টা আঘাত হানে। পরবর্তী সময়ে হামলার মূল অভিযুক্তদের শ্রীনগরের কাছে খুঁজে বের করে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
Bharat: The Supreme Court bench led by Justice B.R. Gavai commented on restoring Jammu and Kashmir’s statehood, citing the ‘ground reality’ after the Pahalgam terror attack. Find out about the court’s observations and the Central government’s stance on the matter.