হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আন্তর্জাতিক মহলেও মুখ পুড়েছিল ভারতের। সেই হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে, দেশের কাছে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে হবে। দেশজুড়ে যে ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র নূপুর শর্মা দায়ি।
বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আমরা বিতর্কসভাটি দেখেছি। যেভাবে তিনি এই সমস্ত কথা বলেছেন, পরে নিজেকে আইনজীবী বলেছেন, এটা লজ্জাজনক। সারা দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।
সুপ্রিম কোর্টের কাছে নূপুর শর্মার আইনজীবী বলেন, তাঁকে প্রতিদিন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আদালত বলে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে? এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ি।
সম্প্রতি নূপুর শর্মার মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। যার প্রভাব পড়েছিল হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদের একাধিক জায়গায়। ছিল অগ্নিগর্ভ পরিস্থিতি।