Ramdev: যোগগুরু রামদেবকে তলব শীর্ষ আদালতের, বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ

‘পতঞ্জলি’-এর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সারাসরি বাবা রামদেবকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে শুধু তাঁকে…

yoga guru ramdev

‘পতঞ্জলি’-এর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সারাসরি বাবা রামদেবকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে শুধু তাঁকে নয় পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও শশরীরে হাজির হতে বলা হয়েছে।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারী মাসে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলিকে তীব্র ভর্ৎসনা করে আদালত। পতঞ্জলির বিজ্ঞাপনে ব্যবহৃত বিভিন্ন তথ্য কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে আদালত যথেষ্ট অসন্তুষ্ট ছিল।কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননায় পদক্ষেপ করা হবে না, সেই নিয়ে নোটিস ধরানো হয় বালাকৃষ্ণকে। নোটিস যায় রামদেবের কাছেও। কিন্তু এর পরেও পতঞ্জলির তরফে কোনও জবাব দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। অথচ তারা সাংবাদিক বৈঠক করে কিন্তু আদালাতের জবাবের উত্তর দেয় না। তাই আদালত তাঁদের আগামী শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দায়ের করা একটি মামলার শুনানিতে গত ২৭ ফেব্রুয়ারি এমন নির্দেশ দেয় আদালত। আইএমএ পতঞ্জলির বিরুদ্ধে বিজ্ঞাপনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ করে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পতঞ্জলি কোনও রকম পণ্য নিয়ে কোনও প্রচার চালাতে পারবে না বলে জানা গিয়েছে।