এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির (Supreme court hearing on junior doctors) প্রসঙ্গ তুলে প্রশ্ন করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় সাফ জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনও ক্ষতি হচ্ছে না। তাদের আন্দোলন একেবারে ন্যায্য। সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন।
এছাড়া, জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আরও বলেছেন, “৯ আগস্ট রাতে ঘটনাস্থলে যারা ছিলেন তাদের প্রত্যেকের নাম আমি আদালতে জমা দিতে চাই। যাঁদের ঘটনাস্থলে থাকার দরকার ছিল না, তারাও সেখানে ছিল। আমি তাদের নাম এখনই প্রকাশ্যে আনতে চাই না।” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে।
এখনও সুপ্রিম কোর্টে শুনানি চলছে। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন তারা। এই বৈঠকের পরে কর্মবিরতি আদৌ উঠবে কিনা সেই নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে এখনও ভালো চোখে দেখছে না রাজ্যের একাংশ।