Supreme Court: স্টেট ব্যাঙ্কের আর্জি খারিজ করে একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য চাইল আদালত

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ভালমতো ধাক্কা খেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্কের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার…

Supreme Court, SBI, electoral bonds, plea, disclosure

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ভালমতো ধাক্কা খেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্কের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ , এবার এক দিনের মধ্যে অর্থাৎ মঙ্গলবার ১২ মার্চে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে এসবিআই-কে তুলে দিতে বলল।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তখন সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ৬ মার্চের মধ্যে তুলে দিতে হবে এসবিআই-কে। কিন্তু উল্টে তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানায় এসবিআই। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তারই প্রেক্ষিতে এটা জানিয়েছে৷ শুধু তাই নয় এদিন বিচারপতিদের বেঞ্চ ক্ষুব্ধ হয়ে স্টেট ব্যাঙ্কের কাছে জানতে চায়, গত ২৬ দিন এই তথ্য জোগাড়ের জন্য কী কী করা হয়েছে কারণ তাদের আবেদনে সেই বিষয়ে কিছুই তো বলা হয়নি৷

   

পাশাপাশি নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ড-তথ্য প্রকাশ করতে হবে। এদিকে স্টেট ব্যাঙ্ক যেমন অতিরিক্ত সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিল তেমনই আবার উল্টোদিকে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে পাল্টা আর্জি জমা পড়েছিল । সেটিও এদিন শোনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

গত বৃহস্পতিবার ২টি স্বেচ্ছাসেবী সংস্থা মামলা দায়ের করে জানিয়েছিল, ‘‘ইচ্ছা করেই সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করেছে এসবিআই। সময়সীমা শেষ বেলায় এসে বাড়তি সময় চেয়েছে। যাতে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জনসাধারণের সামনে না আসে।’’ কারণ তার আগে এসবিআই বন্ড তথ্য প্রকাশে সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করার আবেদন জানায়৷

তাছাড়া নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাঙ্ক এ ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রকাশের গড়িমশি দেখে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল সিপিএম। সিপিএম এর পক্ষে এই মামলা দায়েরের কথা জানিয়ে সীতারাম ইয়েচুরি বলেছিলেন, স্টেট ব্যাঙ্ক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশর ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তা জমা দেওয়ার ব্যাপারে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে। এইভাবে স্টেট ব্যাঙ্ক আদালত অবমাননা করছে বলে সিপিএম নেতা অভিযোগ করেছিলেন।

এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বালের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট বন্ড তথ্য প্রকাশের যে নির্দেশ দিয়েছে সেটা কার্যকর করার জন্য এই আদালতকে সক্রিয় হতে হবে নইলে নিজেই নিজের কাছে হাস্যকর হয়ে যাবে।