HomeBharatশিশু নিগ্রহের ভিডিও দেখা আইনত অপরাধ, জানাল সুপ্রিম কোর্ট

শিশু নিগ্রহের ভিডিও দেখা আইনত অপরাধ, জানাল সুপ্রিম কোর্ট

- Advertisement -

দেশে যৌন নিগ্রহের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। একইসঙ্গে শিশুদের নিপীড়নমূলক ঘটনাও চাঞ্চল্য সৃষ্টি করছে। সেই নিয়ে সোমবার মুখ খুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, মোবাইল ফোনে শিশুদের যৌন নিগ্রহের বিভিন্ন ভিডিও-ছবি দেখা বা ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট’ বা পকসো-র অধীনে এই অপরাধের কথা জানিয়েছে আদালত। 

এদিন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালা’র ডিভিশন বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের পূর্বের এক রায় খারিজ করে দিয়েছে। শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখা পকসো আইনে ‘অপরাধ নয়’ বলে অতীতে একটি মামলার রায় দানের ক্ষেত্রে জানিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। আর সেই বিষয়টিকে হাইকোর্টের একটি ‘ভুল’ বলে মনে করে সুপ্রিম কোর্ট। 

   

পকসো অ্যাক্টের অধীনে ‘চাইল্ড পর্নোগ্রাফি’ কথাটি চাইল্ড ”সেক্সুয়াল এক্সপ্লয়েটেটিভ অ্যান্ড অ্যাবুউসিভ ম্যাটেরিয়াল” দ্বারা সংশোধনীর জন্যও কেন্দ্রকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এই সংশোধনী কার্যকর করার ক্ষেত্রে চাইলে অর্ডিন্যান্স জারি করতে পারে কেন্দ্র।

চলতি বছর জানুয়ারিতে চেন্নাইয়ের একজন ২৮ বছরের ব্যক্তির বিরুদ্ধে রায়দানের ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছিল, একান্তে শিশু পর্নোগ্রাফি দেখা পকসো-র অধীনে পড়ে না। সেই ভুল শোধরাতেই এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলার শুনানি প্রসঙ্গে এদিন দেশের সমস্ত আদালতকে “চাইল্ড পর্নোগ্রাফি” শব্দটি ব্যবহার করতে কড়াভাবে বারণ করেছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর ২০১৫-তে পর্নোগ্রাফির সমস্ত সাইট এদেশে নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular