Wednesday, November 26, 2025
HomeBharatBrahmos: ফের ভারতের 'ব্রহ্মাস্ত্র'-এর সফল উৎক্ষেপণ

Brahmos: ফের ভারতের ‘ব্রহ্মাস্ত্র’-এর সফল উৎক্ষেপণ

- Advertisement -

আবারও সাফল্য পেল ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগোল প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় নৌসেনা সূত্রে খবর, ভারত মঙ্গলবার পশ্চিম উপকূলে ভারতীয় নৌবাহিনীর ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম থেকে ব্রাহ্মস (Brahmos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির সমুদ্র থেকে সমুদ্র রূপটি সর্বাধিক পরিসরে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছিল এবং পিনপয়েন্ট নির্ভুলতার সাথে লক্ষ্য জাহাজে আঘাত করেছিল।

ডিসেম্বর মাসে পরীক্ষা করেছিল ডিআরডিও। সেইসময়েও সাফল্য মিলেছিল আর এবারও তার ব্যতিক্রম ঘটল না। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পারমাণবিক প্রতিরোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন যে ভারত ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অপেক্ষায় রয়েছে যাতে কোনও শত্রু দেশ ভারতের ওপর অশুভ নজর রাখতে না পারে। লখনউয়ে ডিফেন্স টেকনোলজিস অ্যান্ড টেস্ট সেন্টার এবং ব্রাহ্মস ম্যানুফ্যাকচারিং সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য কাউকে আক্রমণ করা নয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। বিশিষ্ট মহলের দাবি, এই ব্রাহ্মস ভারতের কাছে ‘ব্রহ্মাস্ত্র’-এর সমান।

   

ব্রাহ্মস মিসাইল সম্পর্কে জেনে নিন

ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ব্রাহ্মস মিসাইল। আর এই ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল। যার গতিবেগ ঘণ্টায় ২.৮ মার্ক (Mach)। অর্থাৎ শব্দের চেয়ে প্রায় তিনগুণ বেশি জোরে ছুটতে পারে অত্যাধুনিক এই মিসাইল। আপাতত ভারতের ভাঁড়ারে ব্রাহ্মসের যে সংস্করণটি রয়েছে, তা ২৯০ কিলোমিটার দূরের যে কোনও বস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। ২০২১ সালের জানুয়ারি মাসে ভারতের অস্ত্রাগারের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছিল এই ব্রাহ্মস।

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

Recent Comments