শুল্ক যুদ্ধে ভারতের পাশে সুনক, কি বললেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

নয়াদিল্লি: ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক চালানো নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র নিন্দা করলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। শুক্রবার “প্রতিটি দেশ নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনা করে এর প্রতিক্রিয়া জানাবে”, বলে উল্লেখ করলেন তিনি।

Advertisements

সুনকের মতে, বিশ্বাসই হল সম্পর্ক তৈরির একমাত্র চাবিকাঠি। ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ভন ডের লেয়েনের সাথে সম্পর্কের উদাহরণও তুলে ধরলেন সুনক। পাশাপাশি, তিনি বলেন যে তাঁরা দুজনেই ইইউর সাথে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের সম্পর্কে “কঠিন বিষয়গুলি” সমাধান করতে সক্ষম হয়েছিলেন।

বর্তমানে ট্রাম্পের (Donald Trump) শুল্ক ত্রাসে ভারতের অর্থনৈতিক অস্থিরতার প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক সুনক বলেন যে তিনি পুরনো বিশ্ব ব্যবস্থায় বেড়ে উঠেছিলেন, যা বর্তমানে বিলুপ্ত এবং ফিরে আসবে কিনা তারও কোনও ঠিক নেই। তবে “একটি বিষয় স্পষ্ট, বর্তমানে বিশ্বের প্রায় সব দেশই নিজেদেরকে শক্তিশালী করার বিষয়ে জোড় দিচ্ছে”, বলে উল্লেখ করেন তিনি।

ভারতকে কি ‘আত্মনির্ভর’ হওয়ার ইঙ্গিত?

Advertisements

প্রসঙ্গত, রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক এবং জরিমানা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার সরাসরি ধাক্কা লাগে ভারতীয় বাজার এবং অর্থনীতিতে। একাধিক বড় দেশীয় শিল্পে ত্রাহি ত্রাহি রব ওঠে।

কিন্তু পরিস্থিতি সামাল দিতে ‘স্বদেশীকতার পালে হাওয়া’ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্ষুদ্র থেকে মাঝারি এমনকি বড় বড় শিল্প গুলিকেও ‘স্বদেশী’ পন্থা অবলম্বন করার আহ্বান জানান তিনি। ক্রেতাদের বিদেশী পণ্য ছেড়ে দেশীয় পণ্য কেনার দিতে জোড় দেন।

শুধু বাণিজ্য না, প্রতিরক্ষা, বৈজ্ঞানিক চর্চার মত গুরুতর বিষয়েও ভারতকে ‘আত্মনির্ভর’ করে তোলার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। শুক্রবার সুনকও ভারতকে স্বনির্ভর হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।