
এক স্কুল পড়ুয়ার রহস্যজনক মৃত্যুকে (Student Death) ঘিরে সরগরম হয়ে উঠল রাজ্য। জানা গিয়েছে, বিহারের পাটনার দিঘা থানা এলাকার রামজি চক স্কুলের টিনি টোট অ্যাকাডেমির নর্দমা থেকে এক শিশুর দেহ উদ্ধার হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ৭ বছর বলে জানা গেছে।
এদিকে এই ঘটনার পর থেকেই ফুঁসছে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন দিঘা আশিয়ানা মোড় ও দিঘা রাম জি চক, বাটা পেট্রোল পাম্প দানাপুর গান্ধী ময়দান সড়ক অবরোধ করে। প্রকাশ্যে আসার পর স্কুল ক্যাম্পাস ভাঙচুর করা হয়েছে এবং কিছু লোক ভবনে আগুন অবধি ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আগুন ভয়াবহ রূপ নেয়।জানা গিয়েছে, পালসন রোডের বাসিন্দা আয়ুষ বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর সে টিউশনি পড়তে যেত। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির জন্য জড়ো হয় সকলে। এরপর অনেক খোঁজাখুঁজির পর ড্রেন থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।
স্কুলের বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্কুলের বাসগুলিতে অবধি আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। যার ফলে ট্র্যাফিক ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়। সকালে এই পথ দিয়ে যাতায়াতকারী মানুষ, অন্য স্কুলের শিশু ও শিক্ষকদেরও চরম বিপাকে পড়তে হয়। পরিবারের অভিযোগ, সন্তানকে খুন করার পর দেহ স্কুলের চেম্বারে ফেলে দেওয়া হয়। এরপরই উপর থেকে চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে খুনিদের গ্রেফতার করা। সেখানে বিক্ষুব্ধ জনতা স্কুলে ঢুকে ভাঙচুর চালায়। ঘটনার পর বিদ্যালয়ের সব শিক্ষক পালিয়ে যান। একই সঙ্গে লোকজন বলছে, পুলিশ শিশু হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল সংখ্যক পুলিশ। মামলার তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে আশপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










