HomeBharatEarthquake Today: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী শহর ও শহরতলি

Earthquake Today: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী শহর ও শহরতলি

উত্তরাখণ্ডের হলদওয়ানিতেও ভূমিকম্পের তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

- Advertisement -

আজ দিল্লি ও আশেপাশের এলাকায় ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। ব র্তমানে কোন ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। টুইটারে অনেকেই নিশ্চিত করেছেন, তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। এমনকি উত্তরাখণ্ডের হলদওয়ানিতেও ভূমিকম্পের তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।
সেই সঙ্গে রুদ্রপুরেও ভূমিকম্প অনুভূত হয়। মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।  এসএসপি অফিসের পুলিশ সদস্যরাও কার্যালয় ত্যাগ করেন। রাজ্যের রামনগরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কম্পন হয় দুপুর ২.২৯ মিনিটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, আজ দুপুর ২.২৮ মিনিটে নেপালে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

নেপাল-চিন সীমান্তের কাছে বিচিয়া নামক স্থানে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। যা নেপালের সুদূর পশ্চিমের প্রদেশ। নেপালের এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular