উত্তরপ্রদেশে মহাবোধি, সীমাঞ্চল এক্সপ্রেসে পাথর নিক্ষেপ

গত সোমবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরপ্রদেশের (UP Train Attack) উত্তর ও মধ্য রেলওয়ের অধীনে মির্জাপুর ও প্রয়াগরাজ জেলায় ট্রেনে পাথর নিক্ষেপের দু’টি ঘটনা ঘটেছে।…

Indian Rail's Shortest Train Route, জানের কোনটা ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম ট্রেন রুট

গত সোমবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরপ্রদেশের (UP Train Attack) উত্তর ও মধ্য রেলওয়ের অধীনে মির্জাপুর ও প্রয়াগরাজ জেলায় ট্রেনে পাথর নিক্ষেপের দু’টি ঘটনা ঘটেছে। মহাবোধি এক্সপ্রেস মির্জাপুর স্টেশনের কাছে আসার সময়ে ঘটনাটি ঘটে।

এনসিআর- এর মুখ্য জনসংযোগ আধিকারিক শশীনন্ত ত্রিপাঠি জানিয়েছেন, “মহাবোধি এক্সপ্রেসের গার্ড ট্রেনে পাথর নিক্ষেপের কথাটি জানান। রেলওয়ে সুরক্ষাবাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে, তবে ঘটনাস্থল থেকে কোনও সন্দেহভাজন কারোর হদিশ পায়নি আরপিএফ।”

   

অন্যদিকে, সোমবার রাত ৯:৪৫ নাগাদ পৃথক ঘটনা ঘটে দিল্লি থেকে আসা সীমাঞ্চল এক্সপ্রেসে। প্রয়াগরাজের যমুনা সেতুর কাছে পাথর নিক্ষেপের ঘটনায় পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। মির্জাপুরে ট্রেন আসার পর আহত যাত্রীর প্রাথমিক চিকিৎসা করা হয়।

আরপিএফ- এর তরফে এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, বলে জানিয়েছেন এনসিআর- এর মুখ্য জনসংযোগ আধিকারিক। উভয় ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কী কারণে এই হামলা চালানো হল তার তদন্ত করতে নেমেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় দুর্গ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল চলার সময়ে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনটি কোচের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। ঢিল ছোঁড়ার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ।

এক রেল আধিকারিক বলেন, “অভিযুক্তদের ১৯৮৯ সালের রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে, ১৫৩ ধারা। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রেলপথে ভ্রমণকারী ব্যক্তির নিরাপত্তা বিপন্ন করে তাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।” এই আবহে সোমবার ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের রেলপথে পর পর দু’টি হামলার ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।