পাহাড় থেকে খসে পড়ল বোল্ডার! গাড়ির ভেতরেই মৃত্যু ২ জনের!

দেরাদুন: ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলের একাধিক এলাকা। হড়পা বাণ, জলোচ্ছ্বাস, ধ্বসের কবলে ত্রস্ত পাহাড়ি জনজীবন। ঝুঁকির জেরে ঘরছাড়া বহু মানুষ। সোমবার ধ্বসের জেরে…

পাহাড় থেকে খসে পড়ল বোল্ডার! গাড়ির ভেতরেই মৃত্যু ২ জনের!

দেরাদুন: ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলের একাধিক এলাকা। হড়পা বাণ, জলোচ্ছ্বাস, ধ্বসের কবলে ত্রস্ত পাহাড়ি জনজীবন। ঝুঁকির জেরে ঘরছাড়া বহু মানুষ। সোমবার ধ্বসের জেরে প্রাণ হারালেন আরও দুই। সূত্রের খবর, এদিন সকালে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ এবং গৌড়িকুন্ডের মাঝের ধ্বস-প্রবণ এলাকা মুনকাটিয়ায় একটি গাড়ির ওপর পাহাড় থেকে বোল্ডার খসে পড়ে। ঘটনায় মৃত্যু হয় দুজন আরোহীর, আহত ৩।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকার্যে নামেন তাঁরা। আহতদের সোনপ্রয়াগ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্ষার জেরে বিপজ্জনক পরিস্থিতিতে পাহাড়ের একাধিক এলাকা। ধ্বসপ্রবণ জায়গা গুলিতে ঝুঁকি বেড়ে গিয়েছে। রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Puskar Singh Dhami) জানান, একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪-৪৮ ঘণ্টা বেশ বিপজ্জনক বলে জানিয়েছেন তিনি।

   

ধামী বলেন, “ঘটনার উপর আমরা নজর রাখছি। জেলা প্রশাসন সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দুর্যোগের কবলে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাঁদেরকে দ্রুত নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করছি। পাশাপাশি, একাধিক জায়গায় রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ধ্বসের জেরে বন্ধ রাস্তাঘাট মেরামতিরও কাজ চলছে”।

Advertisements

আবহাওয়া বিভাগের জারি করা সতর্কতা অনুযায়ী জেলা প্রশাসকদের আগামী কয়েকদিনের জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের সঙ্গে বৈঠকে ধামী জানান, ব্যাপক বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন এলাকা বিপদের সম্মুখীন। আগামী বেশ কয়েকদিন উদ্বেগপূর্ণ হতে চলেছে”। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সকল আধিকারিককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ধ্বসপ্রবণ এলাকাগুলির সড়ক, জাতীয় সড়কের উপর নজরদারির কথাও বলা হয়েছে। পাশাপাশি, সমতলের এলাকাগুলিতে জল না জমার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ এড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রত্যেক মুহূর্তের উপর কড়া নজরদারি রাখতে বিপর্যয় মোকাবিলা এবং পুনর্বাসন আধিকারিক বিনোদ কুমার সুমনকে নির্দেশ দিয়েছেন তিনি।