HomeBharatনেপালে আটকে পড়া ভারতীয়দের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য

নেপালে আটকে পড়া ভারতীয়দের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য

- Advertisement -

অমরাবতী: সোমবার শুরু হওয়া নেপালের ছাত্র-যুব আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ইস্তফার পর দেশের শাসনভার বর্তমানে সেনাবাহিনীর উপর। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে নেপালে আটকে থাকা ভারতীয়রা ফেরার চেষ্টা করছেন। বিহারের রাক্সৌল, পশ্চিমবঙ্গের পানিট্যাঙ্কি সহ দেশের বিভিন্ন নেপাল সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন আতঙ্কিত ভারতীয়েরা।

পড়শি দেশ নেপালে বাণিজ্য, চিকিৎসা, পড়াশুনোর জন্য বহু মানুষ যাতায়াত করেন। এছাড়াও দুই দেশে বহু মানুষের আত্মীয়-পরিজনের বাস। কিন্তু বর্তমানে অগ্নিগর্ভ নেপালে বন্ধ বিমান পরিষেবা। সীমান্তেও প্রবল নিরাপত্তা, বন্ধ দুই দেশের বাণিজ্য। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া মানুষদের সাহায্যে হেপ্ললাইন নম্বর চালু করল অন্ধ্রপ্রদেশ সরকার।

   

সেইসঙ্গে, আটকে পড়া তেলুগুদের +৯৭৭-৯৮০৮৬০২৮৮১ এবং ৯৮১০৩২৬১৩৪ নম্বরে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় সরকার। সেইসঙ্গে নেপালে আটকে পড়া অন্ধ্রপ্রদেশের মানুষেরা দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে +৯১ ৯৮১৮৩৯৫৭৮৭ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন বলে জানা গিয়েছে। এছাড়াও ২৪/৭ হেল্পলাইন নম্বর ০৮৬৩২৩৪০৬৭৮ এবং হোয়াটসঅ্যাপ নম্বর +৯১ ৮৫০০০২৭৬৭৮ নম্বরে যোগাযোগ করে সাহায্য চাওয়া যাবে বলে জানা গিয়েছে।

বলা বাহুল্য, নেপালে আটকে পড়া বা বসবাসকারী পরিবার, আত্মীয়ের সঙ্গে মোবাইল নেটওয়ার্ক খারাপ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেকে। অন্যদিকে, নেপালে আটকে পড়া মানুষদের রিয়েল টাইম সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ মন্ত্রী নারা লোকেশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular