HomeBharat৬০০ আসনে পরীক্ষার্থী ২৫০০০ হাজার, হাথরসের মতো মুম্বাইতে পদপৃষ্টের 'আশঙ্কা'

৬০০ আসনে পরীক্ষার্থী ২৫০০০ হাজার, হাথরসের মতো মুম্বাইতে পদপৃষ্টের ‘আশঙ্কা’

- Advertisement -

মুম্বাইঃ ফের হাথরসের মতো পদপৃষ্টে মৃত্যুর আশঙ্কা এবার মায়ানগরী মুম্বাইয়ে। চাকরির জন্য দূরদূরান্ত থেকে মুম্বাইতে পা রেখেছে হাজারো পরীক্ষার্থী। ভিড় উপচে পড়ছে মুম্বাই বিমানবন্দর চত্বরে। যারফলে ফের দেখা দিয়েছে পদপৃষ্ট হওয়ার সম্ভাবনা। সম্প্রতি ৬০০ টি শূন্যপদের জন্য চাকরির নোটিস বের করেছিল এয়ার ইণ্ডিয়া। বিমানবন্দরের হ্যান্ডিম্যান পদের জন্যই এই নিয়োগ বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল।

চলন্ত ট্রেন-স্টেশনে ভয়ঙ্কর সব স্টান্ট, এবার করলেই চরম মাশুল, প্রস্তুত RPF

   

আর সেই নিয়োগ পরীক্ষায় বসতেই ২৫০০০ পরীক্ষার্থী ভিড় জমিয়েছে বিমানবন্দরে। বিমানবন্দরে যাত্রীদের মালপত্র বহন কারীদের হ্যান্ডম্যান বলা হয়। এই ভিড় এতটাই বেড়ে গিয়েছে। যারফলে ভয়াবহ আকার ধারন করেছে পরিস্থিতি। সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। কে কার আগে আবেদন পত্র জমা দেবে, তাই নিয়ে শুরু হয় হুলুস্থুল। ভিড় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় এয়ার ইন্ডিয়ার কর্মীদের। ভিড় ঠেকাতে বাডা়নো হয় নিরাপত্তা কর্মীদের সংখ্যাও। 

Amit Shah: “বেনিয়ার ছেলে আমি, সব হিসেব রাখি” – শাহর হিসেব পারবে রাজ্যের বিজেপিকে বাঁচাতে?

মাথায় হাত ভাইপো অজিতের! ‘পাওয়ার প্লে’-তে বাজিমাত শরদের

এই পদের জন্য যারা আবেদন করেছেন তাঁদের অধিকাংশই বিভিন্ন বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর। সেই যোগ্যতা নিয়েই হ্যান্ডম্যান পদের জন্য আবেদন, দেশের বেকারত্বের এক করুণ ছবি তুলে ধরে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশের মতো একাধিক জায়গা থেকে মুম্বাই এসেছেন পরীক্ষার্থীরা।

গত ২ জুলা ধর্মীয় জমায়েত সত্সঙ্গের আয়োজন প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল হাথরসে। সেখানে ‘সৎসঙ্গ’ চলাকালীন বাবাকে প্রণাম করার জন্য আচমকা হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে কয়েক জন পড়ে যান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা কয়েক মিনিটের মধ্যে বিপর্যয়ের আকার নেয়। পদপিষ্ট হয়ে সেখানে এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular