Sreelekha Mitra: অনুমতি ছাড়াই শরীরে হাত, দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শ্রীলেখার

বাঙালি অভিনেত্রী হিসেবে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরজি কর কাণ্ডের মত উদ্বেগজনক পরিস্থিতিতে আজ, শনিবার তিনি ফের লোকচর্চায় উঠে এলেন।…

বাঙালি অভিনেত্রী হিসেবে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরজি কর কাণ্ডের মত উদ্বেগজনক পরিস্থিতিতে আজ, শনিবার তিনি ফের লোকচর্চায় উঠে এলেন। এদিন মালয়ালি পরিচালক ও কেরল রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান রঞ্জিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শ্রীলেখা। অভিনেত্রীর কথায়, রঞ্জিত অনুমতি ছাড়া তাঁর শরীর স্পর্শ করেছেন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’র প্রধানের পদ থেকে তড়িঘড়ি ইস্তফা দিলেন রঞ্জিত।

সূত্রের খবর, যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কেরলের সংস্কৃতি বিষয়ক দপ্তরের মন্ত্রী সাজি চেরিয়ানের সঙ্গে বৈঠক করেন রঞ্জিত। সেখানেই পরিচালক তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পদত্যাগের ইচ্ছা জানিয়ে দেন।

   

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিযোগ করেছেন, “২০০৯ সালে একটি চলচ্চিত্রের প্রি-প্রোডাকশন চলাকালীন পরিচালক তাঁর দিকে এগিয়ে আসার চেষ্টা করেছিলেন। তবে অভিনেত্রী পরিষ্কার করেছেন যে, যৌন হেনস্থার মত কোন কাজ তিনি করেননি। শুধু নিজের সীমা লঙ্ঘন করেছিলেন পরিচালক। তিনি আমার চুড়ি, চুল ও ঘাড় স্পর্শ করেছিলেন। এমনকি কোন গোপন জায়গাতেও হাত দেননি।” 

শ্রীলেখা (Sreelekha Mitra) যোগ করেন, “সে আমায় যৌন নির্যাতন করেননি ঠিকই। কিন্তু একজন মহিলার পক্ষে সেই স্পর্শ বোঝা খুব সহজ। আমি তাঁর আচরণে বিরক্ত হয়েছিলাম। যদি আমি তাঁর সেই কার্যকলাপে সাড়া দিতাম, তাহলে হয়ত পরবর্তী পদক্ষেপে অগ্রসর হতেন তিনি। তাই, আমি অস্বস্তিতেই ছিলাম।” তিনি আরও বলেন, “এরপর আমি বাড়ি ফিরে আসি। এতদিন একথা আমি কাউকে জানায়নি। নিজের মধ্যেই চেপে রেখেছিলাম। তবে আমি আরও একবার বলছি যে এটি যৈন হেনস্থা ছিল না।”