SpiceJet Flight: 135 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার মুখে স্পাইস জেটের বিমান! দিল্লিতে জরুরি অবতরণ

spicejet-flight-bound-for-leh-lands-in-delhi-following-bird-strike

লে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ল স্পাইস জেটের (SpiceJet Flight) একটি বিমান। টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে একটি পাখি ধাক্কা মারে। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে জরুরি অবতরণ করে বিমানটি।

Advertisements

SG123 বিমানটি আজ, রবিবার সকাল ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরু করে। কিন্তু পাখির সঙ্গে ধাক্কার জেরে ১১টা নাগাদ সেটি জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। বেশ কয়েকজন ক্রু মেম্বারও ছিলেন। 

   

বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, স্পাইসজেটের SG123 বিমানটি B737 শ্রেণির। ১০টা ২৯ মিনিটে সেটি যাত্রা শুরু করে। দিল্লি থেকে লে যাওয়ার পথে ২ নম্বর ইঞ্জিনে একটি পাখি ধাক্কা মারে। বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন। 

‘৫ জুলাই কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে’, টাকার পরিমাণও বলে দিলেন রাহুল

গত সপ্তাহে, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি বিমান যান্ত্রিক ত্রুটির জন্য জরুরি অবতরণ করে।

Advertisements

১৯ মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বেঙ্গালুরু থেকে ১৭৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বারকে নিয়ে কোচি যাচ্ছিল। ডানদিকের ইঞ্জিনে আগুন লাগায় বেঙ্গালুরু এয়ারপোর্ট জরুরি অবতরণ করেন সেটি।

এই ঘটনার ঠিক দু’দিন আগে অর্থাৎ ১৭ মে দুর্ঘটনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে ১৭৫ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির এয়ার কন্ডিশনিং ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই বিমানটি।

ইন্ডি জোটের প্রধানমন্ত্রীর দৌড়ে কে? বিরাট নাম সামনে আনলেন মোদী

মে মাসের শুরুতে দুর্ঘটনার মুখে পড়ে ভিস্তারার একটি বিমান। ১ মে ভুবনেশ্বর থেকে দিল্লি যাচ্ছিল  ভিস্তারার ওই বিমানটি। টেকঅফের কিছুক্ষণের মধ্যে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ভুবনেশ্বরেই জরুরি অবতরণ করে বিমানটি।