লোকসভার সাংসদদের নিয়ে আলোচনা সভা, নেতৃত্বে স্পিকার, উপস্থিত মোদিও

Speaker Heads Lok Sabha MPs’ Meeting as PM Modi Looks On
Speaker Heads Lok Sabha MPs’ Meeting as PM Modi Looks On

শীতকালীন অধিবেশনের শেষ দিনে লোকসভার সাংসদদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অধিবেশন চলাকালীন সংসদের কার্যক্রম, শৃঙ্খলা, আলোচনার মান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে সংসদের কাজকর্ম কীভাবে আরও সুচারুভাবে পরিচালিত করা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হয়। অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, পাশাপাশি বিরোধী ও শাসক দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডাও দেখা গেছে। এই প্রেক্ষাপটে সংসদের মর্যাদা ও গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে।

   

লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর বক্তব্যে সাংসদদের সংসদীয় শালীনতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং এখানকার আচরণ ও আলোচনার মান দেশের সাধারণ মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করে। তাই রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সংসদের ভিতরে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠকে বক্তব্য রাখেন। তিনি সংসদের কার্যক্রমে সাংসদদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, গণতন্ত্রের শক্তি সংসদের মধ্য দিয়েই প্রকাশ পায়। প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সংসদকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোকেও সংসদের কাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠকে শীতকালীন অধিবেশনের সার্বিক মূল্যায়ন করা হয়। কোন কোন ক্ষেত্রে সংসদের কাজ ব্যাহত হয়েছে, কোথায় আরও উন্নতির সুযোগ রয়েছে— সে সব বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে অধিবেশন চলাকালীন সময়ে স্লোগান, ওয়াকআউট এবং হইচইয়ের কারণে সংসদের সময় নষ্ট হওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে কীভাবে সংসদের সময় আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে মতামত দেন সাংসদরা।

বৈঠকে উপস্থিত অনেক সাংসদ তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরেন। কেউ কেউ সংসদের প্রশ্নোত্তর পর্ব আরও শক্তিশালী করার কথা বলেন, আবার কেউ স্থায়ী কমিটিগুলির ভূমিকা বাড়ানোর ওপর জোর দেন। স্পিকার ওম বিড়লা সাংসদদের প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এই বৈঠককে সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শীতকালীন অধিবেশনের শেষ দিনে এমন বৈঠকের মাধ্যমে সংসদের কাজকর্ম নিয়ে আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন