চাঞ্চল্যকর ঘটনা ঘটল যোগী রাজ্য উত্তরপ্রদেশে।জানা গিয়েছে, রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের মৈনপুরীতে সমাজবাদী পার্টির নেতা দেবেন্দ্র সিংয়ের গাড়ি ৫০০ মিটারেরও বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, সমাজবাদী পার্টির নেতা দেবেন্দ্র সিং যাদবের গাড়িকে একটি ট্রাক ধাক্কা মারে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল অবধি হয়। ভিডিওটিতে দেখা যায়, গাড়ি থামার সঙ্গে সঙ্গেই রাস্তায় উপস্থিত বহু মানুষ ঘটনাস্থলে গিয়ে সমাজবাদী পার্টির নেতাকে উদ্ধারের চেষ্টা করেন।
রবিবার রাতে মৈনপুরী সদর কোতোয়ালি এলাকার ভাদাওয়ার বাড়ির কাছে এই ঘটনাটি ঘটে যখন ওই নেতা কারহাল রোড দিয়ে তার বাসভবনের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি গাড়িতে একাই ছিলেন।
পুলিশ জানিয়েছে, “ট্রাক চালক ইটাওয়ার বাসিন্দা।
সমাজবাদী পার্টির নেতার গাড়ি ট্রাকের ধাক্কায় আহত হয়, পরে সেটিকে ৫০০ মিটারেরও বেশি সময় ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ইটাওয়া থেকে ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
দেবেন্দ্র যাদব মৈনপুরী সদর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে ট্রাক চালককে গ্রেফতার করেছে।