ঘুম উড়ল বিজেপির! উত্তর প্রদেশ উপনির্বাচনে অখিলেশের হাত ধরল রাহুলের কংগ্রেস

দিন কয়েক আগেই দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচনের ফলাফল (BJP) বেরিয়েছে। ১৩টি আসনের মধ্যে মাত্র দুটিতে জিতেছে মোদী-শাহ-নাড্ডার বিজেপি। আর বাকি ১০টিই গিয়েছে বিরোধীদের দখলে। এখনও…

দিন কয়েক আগেই দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচনের ফলাফল (BJP) বেরিয়েছে। ১৩টি আসনের মধ্যে মাত্র দুটিতে জিতেছে মোদী-শাহ-নাড্ডার বিজেপি। আর বাকি ১০টিই গিয়েছে বিরোধীদের দখলে। এখনও বেশ কিছু রাজ্যে উপনির্বাচন (BJP) বাকি রয়েছে। তার মধ্যে উত্তর প্রদেশের ১০টি আসনও রয়েছে। এই ১০টি আসনে জোট বেঁধে লড়বে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস।

লোকসভা ভোটেও উত্তর প্রদেশে একসঙ্গে লড়েছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং রাহুল গান্ধীর কংগ্রেস। আর তাতেই এসেছিল বিরাট সাফল্য। যোগীরাজ্যে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। আর এবার উপনির্বাচনেও দুই দল একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় স্বভাবতই চাপে গেরুয়া শিবির। যদিও আনুষ্ঠানিক ভাবে এই জোট এখনও ঘোষণা করা হয়নি।

   

সূত্রের খবর, সমাজবাদী পার্টি সাতটি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে লড়বে। এই বিষয়ে প্রশ্ন করা হলে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, এই নির্বাচন থেকে সরকার গঠন করা হবে না। ২০২৭-এ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগেই এই উপনির্বাচনকে কার্যতই সেমি-ফাইনাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

‘রাজনীতিতে সকলের সাহস থাকে না’, ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিরোধী শুভেন্দুকে সমর্থন তথাগত’র

এদিকে এই ১০টি আসনে জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও। ১০টি আসনে ৩০ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ১৪ জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন। অখিলেশ যাদবের কারহাল আসন এবং অযোধ্যার মিলকিপুর আসনে জয়ের জন্য সবচেয়ে বেশি জোর দিচ্ছে বিজেপি। এই দুটি আসনেই চারজন করে মন্ত্রী নিয়োগ করেছে গেরুয়া শিবির।

উত্তর প্রদেশের যে ১০টি আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে ৯টি আসন থেকে নির্বাচিত বিধায়করা এখন সাংসদ হয়েছেন। ফলে ওই ৯ জনকে পদত্যাগ করতে হয়েছে। সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কির শাস্তির কারণে একটি আসন খালি হয়েছে।

কোন কোন আসনে উপনির্বাচন হচ্ছে

কারহাল: অখিলেশ যাদবের পদত্যাগের কারণে খালি হওয়া এই আসনটি মৈনপুরী লোকসভায় পড়ে।

মিল্কিপুর: এসপির অবধেশ প্রসাদের পদত্যাগের কারণে খালি হওয়া এই আসনটি অযোধ্যায় পড়ে।

মীরাপুর: আরএলডির চন্দন চৌহানের পদত্যাগের কারণে শূন্য এই আসনটি বিজনোরে।

উত্তাল বাংলাদেশ, সেদেশে বসবাসকারী ভারতীয়দের বিশেষ বার্তা হাই কমিশনের

কুন্দরকি: এসপির জিয়াউর রহমান বার্কের পদত্যাগের কারণে শূন্য হওয়া এই আসনটি সম্বলে।

গাজিয়াবাদ: বিজেপির অতুল গর্গের পদত্যাগের কারণে শূন্য এই আসনটি গাজিয়াবাদ জেলায়।

ভাল: বিজেপির অনুপ প্রধান বাল্মীকির পদত্যাগের কারণে খালি হওয়া এই আসনটি আলিগড়ে পড়ে।

ফুলপুর: বিজেপি সাংসদ প্রবীণ প্যাটেলের পদত্যাগের কারণে শূন্য এই আসনটি প্রয়াগরাজে রয়েছে।

কাটহরি: এসপির লালজি ভার্মার পদত্যাগের কারণে খালি হওয়া এই আসনটি আম্বেদকর নগরে পড়ে।

মাজওয়ান: নিষাদ পার্টির বিনোদ বিন্দের পদত্যাগের কারণে শূন্য হওয়া এই আসনটি মির্জাপুরে পড়ে।

শীশামাউ: এই আসনটি কানপুরে, এসপি বিধায়ক ইরফান সোলাঙ্কির শাস্তির কারণে খালি হয়েছে।

সংরক্ষণ বিল: পিছু হটল সিদ্দারামাইয়া সরকার, কী এই বিল? কেন এত বিতর্ক?