BJP: বিলাসবহুল গাড়ি, দুবাই-লন্ডনে বাড়ি, বিজেপির এই প্রার্থীর সম্পত্তি ১৪০০ কোটির

বাড়ি-গাড়ি-টাকা-সোনা সহ মোট ১৪০০ কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১৪০০ কোটি! লোকসভা নির্বাচনে এই বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১৪০০ কোটি টাকা। পল্লবী ডেম্পো (Pallavi…

Pallavi-Dempo-BJP

বাড়ি-গাড়ি-টাকা-সোনা সহ মোট ১৪০০ কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১৪০০ কোটি! লোকসভা নির্বাচনে এই বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১৪০০ কোটি টাকা। পল্লবী ডেম্পো (Pallavi Dempo) নামে ওই বিজেপি (BJP) নেত্রী দক্ষিণ গোয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে হলফনামা জমা দেন তিনি। সেখানেই পল্লবী জানান, তাঁর এবং স্বামী শ্রীনিবাসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০০ কোটি।

গোয়ার অন্যতম বড় শিল্পপতি শ্রীনিবাস ডেম্পো। ফুটবল থেকে শুরু করে রিয়েল এস্টেট, জাহাজ তৈরি সহ একাধিক ব্যবসা রয়েছে তাঁর। পল্লবীর হলফনামা থেকে জানা গিয়েছে, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২৫৫.৪ কোটি এবং শ্রীনিবাসের ৯৯৪.৮ কোটি। অন্যদিকে পল্লবীর স্থাবর সম্পত্তির বাজার মূল্য ২৮.২ কোটি। শ্রীনিবাস ডেম্পোর স্থাবর সম্পত্তির মূল্য ৮৩.২ কোটি।

   

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গোয়ার ছাড়াও দেশের নানা প্রান্তে সম্পত্তি রয়েছে তাঁদের। দুবাইয়ের অভিজাত এলাকায় তাঁদের যৌথ মালিকানার ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য আড়াই কোটি টাকা। লন্ডনেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে ডেম্পো দম্পত্তির, যার বর্তমান বাজারমূল্য ১০ কোটি।

সোনার প্রতিও পল্লবীর বিশেষ ভালোবাসা রয়েছে। তাঁর হলফনামা থেকেই এই তথ্য উঠে এসেছে। মোট ৫.৭ কোটি টাকার সোনার মালিক তিনি। ২০২২-২৩ অর্থবর্ষে পল্লবী ১০ কোটি টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছে। শ্রীনিবাস ডেম্পোর ক্ষেত্রে সেই সংখ্যাটা ১১ কোটি। ৪৯ বছর বয়সী পল্লবী পুনে বিশ্ববিদ্যালয়ের এমআইটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।