Agnipath: হিন্দুত্ববাদী সংঘ পরিবারের ছেলেরা বিশেষ গুরুত্ব পাবে অগ্নিপথে, বিতর্ক বাড়ছে

সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়ার জন্য তরুণদের উৎসাহ্য দিতে মাঠে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অভিযোগ, সংঘ ভাবধারায় বিশ্বাসীদের অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়ার জন্য উৎসাহ জোগাচ্ছে আরএসএস কর্মীরা। আরও অভিযোগ, প্রচারে নেমে তাদেরকে বলতে শোনা যাচ্ছে আরএসএস ঘরানার যে সমস্ত পরিবার রয়েছে, তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Advertisements

যদিও প্রতিরক্ষামন্ত্রক ও সেনার তিন শাখা স্পষ্ট জানিয়েছে, নিয়োগ হবে যাবতীয় নিয়ম মেনে। তবে বিতর্ক কমছে না। এদিকে অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের বদলে পূর্ণ সময়ের জন্য নিয়োগ চেয়ে চলছে বিশৃঙ্খল আন্দোলন।

সূত্রের খবর, অগ্নিপথের প্রশিক্ষণ পর্বে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানানো, সেইসঙ্গে সম্রাট অশোক থেকে শিবাজীদের মতো হিন্দু রাজাদের সম্পর্কে পাঠ অগ্নিপথে থাকা জরুরি বলেই মনে করছেন আরএসএস কার্যকর্তারা। নিয়োগ শুরু না হওয়া অবধি এধরনের প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংঘ সদস্যরা। সূত্রের খবর, বেশি করে যাতে সঙ্ঘের ছেলেরা অগ্নিপথে যোগদান করে সেদিকে জোর দেবেন।সারা দেশজুড়ে এই প্রক্রিয়া চলবে।

Advertisements

এই ধরনের খবর আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে সরব সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও এবিষয়ে বিজেপির বক্তব্য, যে কেউ অগ্নিপথ প্রকল্পে নাম লেখাতে পারে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর ভারতের বিরাট অংশে। তবুও অগ্নিপথের সমর্থনে সরকারের পিঠ চাপড়াচ্ছেন সংঘ নেতারা। সঙ্ঘের নেতা ইন্দ্রেশ কুমারের কথায়, ভারতের যুবসমাজকে ভুল পথে পরিচালনার জন্য মিথে রটাচ্ছে বিরোধীরা। আসলে অগ্নিপথের মাধ্যমে দেশের বেকারত্বের দূরীকরণ হবে। যদিও কেন্দ্র সরকারের এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে এনডিএ শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। এই প্রকল্প নিয়ে আরও একবার পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছে তাঁরা।