নয়াদিল্লি: ফের অসুস্থ সোনিয়া গান্ধী! অনেক দিন ধরেই অসুস্থ রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তার পর থেকেই অসুস্থতা লেগেই রয়েছে৷ আপাতত মাকে দেখাশোনা করার জন্য তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী৷ সোনিয়ার অসুস্থতার জন্যেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারবেন না তাঁরা৷ (Sonia Gandhi health update)
একাধিক অসুস্থতা Sonia Gandhi health update
একাধিক শারীরিক সমস্যা রয়েছে বছর ৭৮-এর সোনিয়ার৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ফের অসুস্থ বোধ করেন তিনি৷ তবে এদিন ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেই কারণেই নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারছেন না সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ থাকতে পারবেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতেও।
CWC বৈঠক Sonia Gandhi health update
#WATCH | Congress leaders led by party president Mallikarjun Kharge march to the the venue of extended CWC meeting in Karnataka’s Belagavi pic.twitter.com/HypJ8Expip
— ANI (@ANI) December 26, 2024
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গের নেতৃত্বে কংগ্রেস নেতারা এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে অংশ নিতে পদযাত্রা করেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘নব সত্যাগ্রহ বৈঠক’৷ বেলাগাঁও সেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করবে কংগ্রেস।
কংগ্রেস জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর. আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ২০০ জন নেতা এই বৈঠকে অংশ গ্রহণ করবেন। এর মধ্যে সি.ডাব্লিউ.সি. সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন।
দুুপুরে শুরু বৈঠক Sonia Gandhi health update
শুক্রবার দুপুর ২:৩০ টায় ‘নব সত্যাগ্রহ বৈঠক’ শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর বেলাগাঁওয়ে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে কংগ্রেসের সাংসদ ও লক্ষ লক্ষ কর্মী অংশ নেবেন।
Bharat: Former Congress President Sonia Gandhi remains unwell, having battled COVID-19 twice. Her daughter Priyanka Gandhi is by her side. Due to her health, they will miss the Congress‘s Nav Satyagraha meeting in Karnataka.