সোনাম ওয়াংচুককে আটকের কারণ কী? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে ওয়াংমোর করা আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। লাদাখে সাম্প্রতিক হিংসাত্মক সংঘর্ষের প্রেক্ষিতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট…

Sonam Wangchuk Detention

জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে ওয়াংমোর করা আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। লাদাখে সাম্প্রতিক হিংসাত্মক সংঘর্ষের প্রেক্ষিতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA)-এর অধীনে সোনাম ওয়াংচুককে কেন আটক করা হয়েছে এবং তাঁর স্ত্রীকে কেন আগে থেকে কারণ জানানো হয়নি, তা জানতে চাইল শীর্ষ আদালত।

Advertisements

 

   

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়া-র সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি করবে আগামী ১৪ অক্টোবর। বেঞ্চ কেন্দ্র, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থানকে নোটিশ জারি করেছে।

 

গীতাঞ্জলি আংমোর করা হেবিয়াস কর্পাস পিটিশনের শুনানিতে তিনি আদালতকে জানান যে ২৬ সেপ্টেম্বর সোনাম ওয়াংচুককে আটক করার পর থেকে তাঁকে তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বর্তমানে ওয়াংচুক যোধপুর জেলে রয়েছেন।

 

গীতাঞ্জলি তাঁর পিটিশনে আর্টিকেল ৩২-এর অধীনে সোনাম ওয়াংচুকের আটককে চ্যালেঞ্জ করেছেন। তিনি এটিকে আর্টিকেল ২২-এর লঙ্ঘন হিসেবে অবৈধ বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর স্বামী বা তাঁকে কাউকেই আটকের কারণ জানানো হয়নি।