গান্ধীজির আদর্শে জেল থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক সোনমের

Sonam Wangchuk Detention

নয়াদিল্লি: লাদাখ-সংঘর্ষের পর নাটকীয় কায়দায় গ্রেফতার হন জলবায়ু ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বর্তমানে যোধপুরের জেলে রয়েছেন তিনি। এবার গান্ধীজির কায়দায় জেল থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিলেন ‘বাস্তবের র‍্যাঞ্চো’। ২৫ সেপ্টেম্বর লাদাখের (Ladakh) সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার হন তিনি। তাঁর দাদা কা সেতান দোরজে লে এবং আইনজীবী মুস্তাফা হাজি যোধপুরের জেলে তাঁর সঙ্গে দেখা করেন।

Advertisements

আইনজীবী মুস্তাফা হাজিকে সোনম বলেন, “আমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছি এবং সকলের উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। যারা আহত এবং গ্রেফতার হয়েছেন তাঁদের জন্য আমার প্রার্থনা।” সেইসঙ্গে সোনম (Sonam Wangchuk) বলেন, “লাদাখে চারজনের মৃত্যুর স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত আমি কারাগারে থাকতে প্রস্তুত”।

জেলে পাঠানো হলেও লাদাখের রাষ্ট্রের দাবিতে আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দেন সোনম। তিনি বলেন, “লাদাখের (Ladakh) রাষ্ট্রের দাবী এবং ষষ্ঠ তহসিলে অন্তর্ভুক্ত করার সাংবিধানিক লড়াইয়ে আমি লেহ অ্যাপেক্স বডি, কেডিএ এবং লাদাখের জনগণের সঙ্গে আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। গান্ধিবাদী আদর্শের পথে আমি লাদাখের জনগণকে শান্তি ও ঐক্য বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।”

Advertisements

উল্লেখ্য, ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো এখন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার আটকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আগামীকাল, অর্থাৎ ৬ অক্টোবর এই মামলার শুনানি করবে।