খেল দেখাল Indian Army, জওয়ানদের দাপটে পিছু হটল জঙ্গিরা

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Indian Army) পুঞ্চ জেলার ব্যাটল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা বাহিনী। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন। সামরিক…

5 Terrorists Killed in Encounter with Security Forces in J&K, 2 Soldiers Injured

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Indian Army) পুঞ্চ জেলার ব্যাটল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা বাহিনী। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন।

সামরিক বাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবারের মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখনও দু’পক্ষের গুলির লড়াই লড়ছে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর জখম হয়েছেন।

   

সেনা সূত্রে খবর, জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে দ্রুত ব্যাটল এলাকায় পৌঁছয় জওয়ানরা। পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা গুলি চালান। পাল্টা হামলা চালায় জঙ্গিরাও। মুহুর্মুহু গুলি চালায় তারা। দু’পক্ষের সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নির্মূল করতে লাগাতার অভিযান চালানো হচ্ছে। গত কয়েক মাসে কেন্দ্রশাসিত অঞ্চলটি বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী যেমন প্রচুর জঙ্গিকে নিকেশ করেছে, ঠিক তেমনই অনেক জওয়ানও দু’পক্ষের সংঘর্ষে শহিদ হয়েছেন।

এবার মুম্বাইয়ে শরদের ‘পাওয়ার-প্লে’তে দিল্লিতে ঘুম উড়ছে মোদী-শাহের?

১৫ জুলাই ডোডা এনকাউন্টারে একজন অফিসার সহ চার জওয়ান শহিদ হন। জম্মু এলাকায় লাগাতার জঙ্গিহানার ঘটনার জেরে ভারতীয় সেনা বাহিনী সেনার সংখ্যা বাড়িয়েছে। ওই এলাকায় ৩ থেকে ৪ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বাহিনী।

সূত্রের খবর, জম্মু অঞ্চলে ৪০ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। মূলত রেসি, ডোডা, কাঠুয়া, ভাদেরওয়াহ এবং উধমপুরে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, গত ৩২ মাসে ৪৮ জন সেনা শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীরে।

গত শনিবারই সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মুতে গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন। মূলত উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েই আলোচনা হয়। ই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গিরা। 

চরম বিভ্রান্তি! NEET-র একই প্রশ্নের দু’টি উত্তরই সঠিক? আইআইটি-র দুয়ারে সুপ্রিম কোর্ট