নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি-কে নিয়ে অপমানজনক মন্তব্য৷ তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW)। কর্নেল কুরেশির প্রতি সম্মান দেখিয়ে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেছেন, “দেশের নিরাপত্তায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তাঁদের প্রতি এই ধরনের মন্তব্য অপমানজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তিনি কোনও ব্যক্তির নাম না করলেও, এই বিবৃতি এসেছে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-এর বিতর্কিত মন্তব্য ঘিরে ওঠা জনরোষের প্রেক্ষিতে। সম্প্রতি কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিজয় শাহকে একটি বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, “যিনিই আমাদের বেটির সিঁদুর মুছে দিয়েছিলেন… আমরা তাঁদেরই বোনকে পাঠিয়ে ওদের শিক্ষা দিয়েছি।” এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
‘দেশের গর্ব’ কর্নেল সোফিয়া, বলল মহিলা কমিশন
NCW প্রধান বিজয়া রাহাতকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লেখেন, “এ ধরনের মন্তব্য শুধু নারীদের সম্মানহানিই করে না, বরং দেশের জন্য জীবনপণ কাজ করা কন্যাদের অপমান করে। কর্নেল সোফিয়া কুরেশি দেশের সাহসিনী কন্যা, যাঁকে সারা ভারত শ্রদ্ধার চোখে দেখে। আমরা তাঁর পাশে আছি।”
তিনি আরও লেখেন, “এই ধরনের মন্তব্য কঠোরভাবে নিন্দনীয়। কর্নেল কুরেশি কেবল এক জন সাহসিনী অফিসার নন, তিনি ভারতের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের বোন, যিনি সাহস ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন।”
ক্ষমা চাইলেন বিজয় শাহ sofia qureshi insult row
বিতর্কের পর বিজয় শাহ বলেন, “আমার কথায় যদি সমাজ বা ধর্মের অনুভূতিতে আঘাত লেগে থাকে, আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত।” তবে তার এই বক্তব্যে বিতর্ক কমেনি। অনেকেই বলছেন, একজন সরকারি দায়িত্বে থাকা মন্ত্রী হিসাবে এ ধরনের মন্তব্য অমার্জনীয়।
অপারেশন ‘সিঁদুর’-এর মুখ ছিলেন কর্নেল কুরেশি
উল্লেখ্য, কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন সেই ত্রি-সেনা প্রতিনিধিদলের সদস্য, যারা অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। ওই ব্রিফিংয়ে তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ।
এই অভিযানটি চালানো হয় পাহেলগাম জঙ্গি হামলার প্রতিশোধে, যেখানে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাঁদের অধিকাংশই পর্যটক ছিলেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে।
Bharat: National Commission for Women (NCW) strongly condemns Madhya Pradesh minister’s disrespectful remarks against Army Colonel Sofia Qureshi. NCW chief calls it unacceptable and an insult to national security contributors.