মুখ্যমন্ত্রীর ঘরে ফণা তুলে গর্জন করছিল গোখরো

ভয়াবহ পরিস্থিতি। এক বিরাট গোখরো ফণা তুলে গর্জন করছিল। অদূরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। বিরাট গোখরো দেখে ভয়ে কাঁটা বাকিরা। এক মুহূর্তে সবাইকে ঘিরে নেন নিরাপত্তারক্ষীরা। ততক্ষণে…

মুখ্যমন্ত্রীর ঘরে ফণা তুলে গর্জন করছিল গোখরো

ভয়াবহ পরিস্থিতি। এক বিরাট গোখরো ফণা তুলে গর্জন করছিল। অদূরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। বিরাট গোখরো দেখে ভয়ে কাঁটা বাকিরা। এক মুহূর্তে সবাইকে ঘিরে নেন নিরাপত্তারক্ষীরা। ততক্ষণে গোখরো (Cobra Snake) বাবাজিকে ধরতে শুরু হয়েছে অভিযান। চলছে সাপে মানুষে লুকোচুরি।

কর্নাটকের বিধানসভা নির্বাচনের গণনা চলাকালীন বিশাল এক গোখরো ঢুকে পড়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের শিগগাঁওয়ে ভারতীয় জনতা পার্টির ক্যাম্প অফিসে। এই কেন্দ্রে লড়াই করছেন মুখ্যমন্ত্রী।

Advertisements

শিগগাঁও নির্বাচনী এলাকায় এই অদ্ভুত ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী চতুর্থবারের মত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনার মাঝে শিগগাঁওয়ে বিজেপি ক্যাম্প অফিস চত্বরে একটি সাপ ঢুকে পড়ে। সেখানে উপস্থিত সবার মধ্যে বিশৃঙ্খলা ছড়ায়। কিন্তু পরে তা উদ্ধার করা হয় এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভবন চত্বরটি সুরক্ষিত করা হয়।