শালিমার-পুরীগামী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক

কালীপুজোর পরের দিন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ধৌলি এক্সপ্রেসের। সোমবার বিপত্তির শিকার হয় শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস। পুরীগামী ট্রেনটি আন্দুল স্টেশন পার হয়ে সরস্বতী…

কালীপুজোর পরের দিন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ধৌলি এক্সপ্রেসের। সোমবার বিপত্তির শিকার হয় শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস। পুরীগামী ট্রেনটি আন্দুল স্টেশন পার হয়ে সরস্বতী নদীর সেতুর ওপর ওঠার পর, জেনারেল কামরার ৩ নম্বর কোচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি বলে জানা গেছে। দেখা যায় বগির নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভয়ে ট্রেন থেকে নেমে যান তারা। তবে রেলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে।

সোমবার সকাল ৯.১৫মিনিটে শালিমার থেকে ছাড়ে ধৌলি এক্সপ্রেস। জানা যাচ্ছে, শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেসে থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। আন্দুল স্টেশন পার করতে ট্রেনের ব্রেকে সমস্য়া দেখা দিলে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনের চালক। ফলে আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে যায় ট্রেনটি। এরপরই দেখা যায় ট্রেনের নীচ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। 

   

ট্রেনের নীচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। অনেকে ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুরীগামী ধৌলি এক্সপ্রেস আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে রয়েছে (প্রতিবেদন প্রকাশের সময়)। বর্তমানে মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে কয়েক ঘণ্টার মধ্য়ে ঠিক না হলে সংশ্লিষ্ট বগিটিকে বাদ দিয়েই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেবে।