Sikkim: চিনের সীমান্তে ভারি তুষারপাত, সিকিমে আটকে হাজারের বেশি পর্যটক

ভারত-চিন সীমান্তের সিকিমের (Sikkim) অংশে প্রবল তুষারপাত পর্যটকদের সাময়িক আনন্দ দিয়েছিল। কিন্তু প্রকৃতির খেয়ালে আপাতত তুষার চাপা পড়েছে আনন্দ।

ভারত-চিন সীমান্তের সিকিমের (Sikkim) অংশে প্রবল তুষারপাত পর্যটকদের সাময়িক আনন্দ দিয়েছিল। কিন্তু প্রকৃতির খেয়ালে আপাতত তুষার চাপা পড়েছে আনন্দ।

ভারত-চিন সীমান্তের সিকিমের (Sikkim) অংশে প্রবল তুষারপাত পর্যটকদের সাময়িক আনন্দ দিয়েছিল। কিন্তু প্রকৃতির খেয়ালে আপাতত তুষার চাপা পড়েছে আনন্দ। টানা কুড়ি ঘণ্টার বেশি হাজার খানেক পর্যটক আটকে আছেন সিকিমে। তাঁদের উদ্ধারে বিরুপ প্রকৃতি বেগ দিচ্ছে।

শনিবার সিকিমের উত্তরাংশে ছাঙ্গু লেক, নাথু লা সীমান্ত দেখতে যাওয়া পর্যটকদের গাড়ি রাস্তার উপরেই প্রবল তুষারপাতের কারণে আটকে যায়। প্রাথমিকভাবে কিছু পর্যটক বরফ নিয়ে খেলতে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এদিকে বিরুপ প্রকৃতি। অনবরত তুষারপাতের কারণে রাজধানী গ্যাংটকের সাথে নাথু লা সীামান্তের সড়ক সংযোগ বন্ধ হয়ে যায়। অন্তত ১০০টি গাড়ি রাস্তার উপর সার সার আটকে পড়েছে। পরে তাদের অতি সাবধানতার সাথে নামানো শুরু হয়। সিকিম সরকার জানিয়েছে, পর্যটকরা নিরাপদে আছেন।

এদিকে আলিপুর আবহাওয়া বিভাগ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।