SIkkim: হেলিকপ্টারে নামান আমাদের …সিকিমের ধসে আটক বাঙালি পর্যটকদের আর্তনাদ

সিকিমের (Sikkim) সঙ্গে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। গ্যাংটক (Gangtok) থেকে নেমে আসা জাতীয় সড়কের বি়ভিন্ন জায়গায় নেমেছে (Landslide) ধস। কেথাও কোথাও তিস্তার জলস্তর এমন…

সিকিমের (Sikkim) সঙ্গে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। গ্যাংটক (Gangtok) থেকে নেমে আসা জাতীয় সড়কের বি়ভিন্ন জায়গায় নেমেছে (Landslide) ধস। কেথাও কোথাও তিস্তার জলস্তর এমন যে খাদের উপর রাস্তা উঠে আসবে যখন তখন। দুর্যোগ ও ধসের কবলে পড়েছেন সিকিম ঘুরতে যাওয়া পর্যটকরা (Tourists)।

  • এক বোতল জল কিনলে খাওয়ার টাকায় টান
  • মাথা মুড়িয়ে দাম নিচ্ছে সিকিমের ব্যবসায়ীরা
  • ধসের জেরে শিলিগুড়ি থেকে সরবরাহ বন্ধ জানাচ্ছে বিভিন্ন হোটেল

দুর্গাপূজার ছুটিতে সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের বেশিরভাগ বাঙালি। তাদের অনেকে ধসে আটকে। উদ্ধার কাজ চলছে। এরই মাঝে অভিযোগ, রাস্তা বন্ধ অজুহাতে বিভিন্ন হোটেলে অস্বাভাবিক দাম বাড়িয়ে খাবার সরবরাহ করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে নেই। পরে দ্বিগুণ, তিনগুণ দামে সেই খাবার বিক্রি করা হচ্ছে।

   

বিভিন্ন হোটেলে আটকে যাওয়া পর্যটকদের অভিযোগ, এক প্যাকেট বিষ্কুটের দাম যেখানে দশ টাকা, সেখানে দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ টাকা। এক কাপ চা তিরিশ টাকা নিচ্ছে হোটেলওয়ালারা।

ধসের জেরে শিলিগুড়ি থেকে সরবরাহ বন্ধ বলেই জানাচ্ছেন বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। ফলে দাম বাড়ছে। পর্যটকরা বলছেন রুটি তরকারির দাম একশো টাকা এবং দুপুরের খাবার আমিষ হলে সাতশো এবং নিরামিশ হলে পাঁচশো টাকা। বি়ভিন্ন হোটেলে জলের দাম তিরিশ টাকার নিচে নেই।

ধসের জেরে এক রাত হোটেলে থাকার ভাড়়া প্রায় তিনগুন হয়েছে। যারা পেরেছেন কোনওরকমে নিচে নেমে আসছেন। সিকিমের এটিএমে টাকা নেই বলে অভিযোগ পর্যটকদের। দুর্যোগের জেরে ব্যাংক বন্ধ এক সপ্তাহের বেশি। অচল হয়ে পড়েছে সিকিম।

আটকে পড়া পর্যটকরা আবেদন করছ যাতে তাদের আকাশ পথে শিলিগুড়িতে পৌছে দেবার ব্যবস্থা করা হয়।