Punjab: মোহালি বিস্ফোরণের দায় নিল শিখ ফর জাস্টিস, হিমাচলের মুখ্যমন্ত্রীকে হুমকি

sikh-for-justice-claims-responsibility-for-mohali-blast

পাকিস্তান মদতপুষ্ট খালিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিস নিল পাঞ্জাবের (Punjab) মোহালিতে গ্রেনেড হামলার দায়। সংগঠনটির তরফে আরও নাশকতার হুমকি দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ খালিস্তান অঞ্চলের দাবিদার শিখ ফর জাস্টিস তাদের বার্তায় এবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে হুঁশিয়ারি দিয়েছে।

শি়খ ফর জাস্টিস একটি জঙ্গি সংগঠন। তাদের নেতৃত্ব ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। সংগঠনটি কে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে ২০১৯ সালে।

   

শিখ ফর জাস্টিস নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) হুঁশিয়ারি দিয়েছে, পাঞ্জাবের মোহালিতে যেমন সে রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগের কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে ঠিক তেমনই হামলা হবে হিমাচল প্রদেশে।

জঙ্গি সংগঠনটি শিমলায় হিমাচল পুলিশের সদর কার্যালয়ে বোমা মারবে বলে বার্তা দিতেই সে রাজ্যে তীব্র চাঞ্চল্য। আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র শিমলা। সেখানে নাশকতার হুমকিতে হিমাচল সরকার উদ্বিগ্ন।

হিমাচলে ক্ষমতাসীন বিজেপি সে রাজ্যে তাদের যুব মোর্চার সম্মেলন করতে চলেছে। ধর্মশালায় হবে ভারতীয় যুব মোর্চার সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের। ধর্মশালার বিজেপি বিধায়ক বিশাল নেহরিয়া জানিয়েছেন, হিমাচল প্রদেশের নির্বাচনের আগে সম্মলেনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। উপস্থিত থাকবেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সারা দেশ থেকে ১৩৯ জন প্রতিনিধি হাজির থাকবেন।

এই ঘোষণার পর পরই নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস দিল হিমাচল পুলিশের সদর দফতরে বোমা হামলার হুমকি। এদিকে পাঞ্জাব সরগরম। মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর কার্যালয়ে সোমবার হামলা হয়। শিখ ফর জাস্টিস দায় নিলেও পাঞ্জাব সরকার এখনও হামলাকারীদের বিষয়ে নীরব।

তবে পাঞ্জাব পুলিশের কয়েকজন গোয়েন্দা অফিসারের ধারণা, হামলার ধরণ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট খালিস্তানপন্থী উগ্র শিখ গোষ্ঠী বব্বর খালসার মতো। সম্প্রতি তাদের সক্রিয়তা বেড়েছে। পাঞ্জাবে পরপর কয়েকটি ঘটনায় বব্বর খালসা জড়িত ছিল। আর চলতি মাসে হরিয়ানায় নাশকতা ঘটানোর আগে ধরা পড়েছে এই জঙ্গি সংগঠনের কয়েকজন। তাদের কাছে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন