মুম্বই: মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। ভক্তদের জন্য আরও উন্নত পরিকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭৮ কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)। ইতিমধ্যেই প্রথম দফার কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে।
নিরাপত্তা বাড়াতে আধুনিক পরিকাঠামো
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান সিদ্ধিবিনায়ক মন্দিরে। বিশেষ করে গণেশ চতুর্থীতে দর্শনার্থীর সংখ্যা আরও বহুগুণে বেড়ে যায়। ভিড় সামলাতে ও নিরাপত্তা বাড়াতে আধুনিক পরিকাঠামোর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই কারণেই এই প্রকল্পের আওতায় আসছে সৌন্দর্যায়ন থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা।
বিএমসি সূত্রে খবর, প্রকল্পটি ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে মন্দিরে যাওয়ার রাস্তা সংস্কার, ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, সুরক্ষা প্রাচীর শক্তিশালীকরণ, জল ও নিকাশি ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ পরিকাঠামো আপগ্রেড, ছাদ ও কাঠামোগত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করা হবে। পাশাপাশি, সদস্যদের জন্য আলাদা হলও তৈরি করা হবে। স্থানীয় দোকানদারদের স্বার্থকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের তদারকির জন্য ইতিমধ্যেই নিযুক্ত হয়েছে একটি প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শদাতা সংস্থা।
দ্বিতীয় পর্যায়ে আরও উন্নয়নমূলক কাজ Siddhivinayak Temple renovation
দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত প্রয়োজনীয়তার ভিত্তিতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। সম্প্রতি গণেশোৎসবের সময় বিপুল ভিড় সামলাতে গিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন প্রকল্প সেই আশঙ্কা দূর করে আরও সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে বলে জানিয়েছে বিএমসি।
প্রভাদেবীতে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির শুধু ভক্তির কেন্দ্র নয়, মুম্বইয়ের সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মন্দির পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং রাজ্য সরকারের তরফে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আধুনিকীকরণের এই উদ্যোগ সম্পন্ন হলে ভক্তরা পাবেন আরও সহজ, নিরাপদ এবং আরামদায়ক দর্শনের অভিজ্ঞতা। একইসঙ্গে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নতুন রূপে ধরা দেবে দেশের অন্যতম জনপ্রিয় এই ধর্মীয় স্থাপনা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
