Hanuman Chalisa: শিবসেনা বনাম রানা দম্পতি সংঘাতে অগ্নিগর্ভ মুম্বই

মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতীর নির্দল বিধায়ক নবনীত কৌর রানা মন্তব্যকে ঘিরে অশান্ত হয়ে রয়েছে মহারাষ্ট্র, সম্প্রতি তিনি বলেছিলেন যে তিনি সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন…

মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতীর নির্দল বিধায়ক নবনীত কৌর রানা মন্তব্যকে ঘিরে অশান্ত হয়ে রয়েছে মহারাষ্ট্র, সম্প্রতি তিনি বলেছিলেন যে তিনি সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতশ্রী’ গিয়ে হনুমান চালিসা (Hanuman Chalisa) পাঠ করে আসবেন। এদিকে রানা দম্পতির মাতশ্রী যাত্রা নিয়ে মুম্বইতে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। সেই ঘটনার আগুনে আরও ঘি পড়ল যখন শিবসেনা কর্মীরা মুম্বইয়ের খার এলাকায় রানা দম্পতির বাসভবন ঘিরে ফেলেন।

Advertisements

এদিন শিবসেনার কর্মীরা ব্যারিকেড ভেঙে বিধায়ক দম্পতির বাসভবনের প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিবসেনা কর্মীদের বাধা দেয়। এরপর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

   

এদিকে ভিড় এড়াতে পুলিশ ‘মাতোশ্রী’র বাইরে নিরাপত্তা বাড়িয়েছে এবং ঠাকরের বাসভবনের দিকে যাওয়ার রাস্তায় ব্যারিকেড স্থাপন করেছে। এছাড়া আপত্তিকর পরিস্থিতি এড়াতে বিধায়ক দম্পতির অ্যাপার্টমেন্টের বাইরেও বিপুল পুলিশ বাহিনীকে পাহাড়ায় রাখা হয়েছে। গত শুক্রবার মুম্বই পুলিশ ওই দম্পতিকে নোটিস দিয়ে শহরের আইনশৃঙ্খলা বিঘ্নিত না করার হুঁশিয়ারি দেয়। ‘মাতোশ্রী’র পাশাপাশি দক্ষিণ মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সরকারি বাসভবন ‘বর্ষা’তেও নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।