‘ডিজিটাল গ্রেফতারি’র শিকার প্রাক্তন মিস-ইন্ডিয়া! নিমেষে খোয়ালেন ৯৯ হাজার টাকা

মুম্বই: এবার সাইবার প্রতারণার ফাঁদে প্রাক্তন মিস ইন্ডিয়া৷ প্রায় দুই ঘণ্টা  ‘ডিজিটাল আটক’ করে লুট করা হল তাঁক ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)…

shivankita dixit under digital arrest

মুম্বই: এবার সাইবার প্রতারণার ফাঁদে প্রাক্তন মিস ইন্ডিয়া৷ প্রায় দুই ঘণ্টা  ‘ডিজিটাল আটক’ করে লুট করা হল তাঁক ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) অফিসার হিসেবে পরিচয় দিয়ে আগ্রার মডেল শিবাঙ্কিতা দীক্ষিতের কাছে ফোন করেন এক ব্যক্তি৷ তাঁকে বলা হয় গ্রেফতারি এড়াতে ৯৯,০০০ টাকা দিতে হবে৷ চাপে পড়ে তিনি ওই টাকা ট্রান্সফার করতে বাধ্য হন৷ (shivankita dixit under digital arrest)

সিবিআই বলে পরিচয় shivankita dixit under digital arrest

ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭-এর বিজয়ীনি শিবাঙ্কিতা৷ পরিবার নিয়ে আগ্রায় থাকেন তিনি৷ সম্প্রতি তাঁর হোয়াটসঅ্যাপে একটি কল আসে৷ ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেন। শিবাঙ্কিতাকে বলা হয়, তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন এবং মানব পাচারের অভিযোগ রয়েছে৷ আড়াই লক্ষ টাকা না দিলে তাঁকে গ্রেফতার করা হবে৷ সিবিআই-এর নাম শুনে কিছুটা নার্ভাস হয়ে পড়েন ওই মডেল৷ প্রবল চাপের মুখে অবশেষে তিনি প্রতারকদের বল চাপের মুখে অবশেষে ৯৯ হাজার টাকা না দিয়ে দেন৷ পরে ভুল বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল বেধেছে৷ তদন্তে নেমেছে পুলিশ৷ 

   

এখন প্রশ্ন হল ডিজিটাল গ্রেফতার আসলে কী? shivankita dixit under digital arrest

সাইবার ক্রাইমের দুনিয়ায় ‘ডিজিটাল গ্রেপ্তার’ ক্রমেই বিস্তার লাভ করছে। এই প্রক্রিয়ায় যে ব্যক্তিকে টার্গেট করা হয়, তাঁকে সিবিআই বা পুলিশের পরিচয় দিয়ে ভয় দেখানো হয়৷ প্রথমে ভুয়ো কোনও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়৷ পরে টাকার বদলে সেই মামলা থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়া হয়৷ এই ফাঁদে ভুল করে পা দিলেই অ্যাকাউন্ট হবে ফাঁকা৷ ইতিমধ্যেই বহু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন৷ ডিজিটাল গ্রেফতারির শিকার হয়েছেন তাঁরা৷  পুলিশের তরফে এই বিষয়ে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে৷ 

 

 

Bharat: Former Miss India Shivankita Dixit falls victim to a cyber scam, losing ₹99,000 through ‘digital detention.’ The fraudster posed as a CBI officer. Shivankita, under pressure, transferred the money and later filed a police complaint. Investigation ongoing.