হিন্দুত্ব নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য ‘একেবারে সঠিক’, সমর্থন শঙ্করাচার্যের! চাপ বাড়ল বিজেপির?

মোদী সহ বিজেপি নেতৃত্বের অভিযোগ উড়িয়ে এবার রাহল গান্ধীর সমর্থনে মুখ খুললেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। অযোধ‌্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও মোদীর হাতে…

Shankaracharya Backs Rahul Gandhi After Row Over Hindus Are Violent Remark , হিন্দুত্ব নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য 'একেবারে সঠিক', সমর্থন শঙ্করাচার্যের!

মোদী সহ বিজেপি নেতৃত্বের অভিযোগ উড়িয়ে এবার রাহল গান্ধীর সমর্থনে মুখ খুললেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। অযোধ‌্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও মোদীর হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন এই শঙ্করাচার্যই।

লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রথম ভাষণেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। বলেছিলেন, ‘হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি।’

   

রায়বেরেলির কংগ্রেসী সাংসদের এই বক্তব্যে নিন্দার ঝড় ওঠে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর ভাষণের মাঝে উঠে দাঁড়িয়ে তাঁর ‘হিন্দুত্ব’ সংক্রান্ত মন্তব্যের বিরোধিতা করেন। প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল যে, ‘গোটা হিন্দু সমাজকে উদ্দেশ করে যে মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত গুরুতর।’ রাহুল গান্ধী হিন্দুবিদ্বেষীট মন্তব্য ছড়াচ্ছেন বলে প্রচার লশুরুব করে গেরুয়া নেতারা।

হাত জোড় করে ভোটপ্রার্থনা! তৃণমূল সাংসদের কথা শুনে অবাক ভোটাররা

রাহুল গান্ধীর ওই মন্তব্যের প্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এক্ষেত্রে বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা রাহুল গান্ধীর পুরো বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি। হিন্দুধর্ম হিংসা প্রত্যাখ্যান করে, তিনি দ্ব্যর্থহীনভাবে এই বিষয়টিতে জোর দিয়েছিলেন। তাঁর ভাষণে হিন্দুধর্মের প্রতি কোনও অশ্রদ্ধা নেই। বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। ধর্মের অর্থ আসলে ধারণ করা। সেখানে ঘৃণার জায়গা নেই। স্রেফ হিন্দু নয়, যে কোনও ধর্মের ক্ষেত্রেই এ কথা সত্যি।’

বিরোধী দলনেতার বক্তব্য ‘অর্ধসত্য’ প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শঙ্করাচার্য।

এবারের লোকসভা ভোটেও বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল ‘হিন্দুত্ব’। সেই হিন্দুত্ব নিয়ে শঙ্করাচার্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিলেন। পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীর। স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ল বিজেপির। শঙ্করাচার্যের সমর্থনের পর এখন বিজেপি নেতারা কী বলেন সেদিকেই নজর কৌতুহলী মহলের।

নৈশভোজেই বড় ‘খেলা’ মোদীর, প্রেসিডেন্ট পুতিনকে চমকে সরাসরি করলেন বিরাট আবেদন