রেল স্টেশনে মৃত্যুর ঘটনায় দায়ী নন শাহরুখ, মামলা খারিজ হাইকোর্টের

 ২০১৭ সালে সবেমাত্র মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি রইস। সেই ছবির প্রচারের জন্য শাহরুখ গিয়েছিলেন গুজরাতের ভদোদরা রেল স্টেশনে। স্টেশনে নেমে শাহরুখ খান তাঁর ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন স্মাইলি বল আর টি-শার্ট। শাহরুখের ছুড়ে দেওয়া টি-শার্ট ও স্মাইলি বল কুড়াতে গিয়ে শুরু হয় হুড়োহুড়ি। তাতেই পড়ে গিয়ে ভিড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল।

Advertisements

 

এই ঘটনার জন্য শাহরুখকে দায়ী করে নিম্ন আদালতে একটি মামলা দায়ের হয়। ওই আবেদনের প্রেক্ষিতে শাহরুখের বিরুদ্ধে জারি হয় সমন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বলিউড বাদশা। সেই মামলার শুনানিতে বিচারপতি নিখিল কারিয়েল বলেছেন, বলিউড তারকা সেদিন যা করেছিলেন তাকে কখনোই বেপরোয়া আচরণ বলা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর জন্য শাহরুখ যে সরাসরি দায়ী সেটাও বলা যায় না। বরং আদালত সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে দেখেছে, শাহরুখের গাফিলতিতেই যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল তা নয়। চিকিৎসকের রিপোর্টে জানা গিয়েছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এরপরই শাহরুখের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট।

Advertisements

 

এই মামলার শুনানিতে শাহরুখের আইনজীবী বলেন, স্টেশনে সেদিন যে হুড়োহুড়ি শুরু হয়েছিল তার জন্য একমাত্র যে শাহরুখ দায়ী তা বলা যায় না। তাছাড়া মেডিকেল রিপোর্টেও স্পষ্ট বলা হয়েছে পদপিষ্ট হয়ে নয়, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাছাড়া ওই ব্যক্তির পরিবার মৃতদেহ ময়না তদন্ত করতে দেয়নি। তাই এই মৃত্যুর জন্য শাহরুখের দিকে আঙুল তোলা কখনওই ঠিক নয়। সরকারপক্ষের পক্ষের আইনজীবীও শাহরুখের আইনজীবীর বক্তব্য মেনে নেন। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত বিচারপতি কারিয়েল শাহরুখের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেন।