Manipur: মণিপুর ফের রক্তাক্ত, গুলিবিদ্ধ একাধিক নিহত

রক্তাক্ত (Manipur) মণিপুর। একাধিক নিহত। চলছে বন্দুকযুদ্ধ। দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ চলছে। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যটিতে  পারস্পরিক সংঘর্ষ থামানোর চেষ্টায় ইচ্ছাকৃত খামতি আছে রাজ্য সরকারের।…

breaking-News-kolkata24x7

রক্তাক্ত (Manipur) মণিপুর। একাধিক নিহত। চলছে বন্দুকযুদ্ধ। দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ চলছে। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যটিতে  পারস্পরিক সংঘর্ষ থামানোর চেষ্টায় ইচ্ছাকৃত খামতি আছে রাজ্য সরকারের।

Advertisements

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মণিপুর থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কি অনিশ্চিত? কারণ বৃহস্পতিবার বিজেপি পরিচালিত রাজ্য সরকারের তরফে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রথমে বাতিল করা হয়েছিল পদযাত্রা। পরে চাপের মুখে নতুন ভেন্যু বলা হয়। এ নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এর মাঝে বৃহস্পতিবার সকালে ফের রক্তাক্ত মণিপুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজ্যের চুড়াচাঁদপুর জেলার উপকণ্ঠে কুকি-জো গ্রামের স্বেচ্ছাসেবকদের এবং আরামবাই টেঙ্গোল এবং উপত্যকা বিদ্রোহী গোষ্ঠীর সম্মিলিত বাহিনীর মধ্যে একটি তীব্র বন্দুকযুদ্ধে  অনেকে নিহত। স্থানীয়রা জানিয়েছে নিহতের সংখ্যা চারজন। তবে অনেকে জখম।

গত কয়েকদিন ধরে রাজ্যের সীমান্ত শহর মোরে-তে লাগাতার জঙ্গি হামলা চলে। রক্ষীদের ব্যারাক ঘিরে চলেছিল সংঘর্ষ। মোরে শহরের লাগোয়া মায়ানমারের টামু শহর। দুই দেশের দুই সীমান্ত শহরের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। টুংনোপৌল জেলার মোরেতে জঙ্গি হামলার পাশাপাশি থৌবল জেলার হাটে স্থানীয় সংখ্যালঘুদের উপর হামলায় একাধিক মারা যায়। এই দুটি ঘটনার পরও বিক্ষিপ্ত হামলা চলছে। গত বছর থেকে জাতিগত সংঘর্ষে দুশো অধিক নিহত মণিপুরে। 

মোরে শহর এবং চুড়াচাঁদপুর জেলার এই সংঘর্ষের নতুন ঢেউ মণিপুরে অস্থিতিশীলতার আরেকটি তরঙ্গকে আরও উসকে দিতে পারে।