BHOPAL: বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে বড় দুর্ঘটনা, আহত একাধিক

ভোপালে বায়ুসেনার এয়ার শো চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। আহত একাধিক বাসিন্দা। সূত্রের খবর, একটি ছোট ঘরের টিনের ছাদের উপর উঠে বায়ুসেনার এয়ার শো দেখছিলেন অনেকে। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই টিনের চাল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসনের সদস্যরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ।

ভিডিয়োতে দেখা গিয়েছে, বায়ুসেনার বিমানে মহড়া দেখতে বহু মানুষ মধ্যপ্রদেশের ভোজতাল লেকের কাছে জড়ো হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন উঠে পড়েন একটি টিনের চালে। মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পরে টিনের চালটি।

   

উল্লেখ্য,ভারতীয় বিমান বাহিনী মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ভোজতাল হ্রদের উপর শনিবার তাদের বীরত্বের প্রদর্শন করে। এদিন এয়ার শো স্টান্ট প্রদর্শন করে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার ৯১ তম প্রতিষ্ঠা দিবসের স্মরণে তেজস, গঙ্গা, চিনুক, রুদ্র, বাদল, শমসের, ত্রিশূল, সারং, জাগুয়ার, সূর্য কিরণের মতো বিমান ও হেলিকপ্টারগুলি তাদের বীরত্ব প্রদর্শন করেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের রাজ্য়পাল মাঙ্গুভাই প্য়াটেল ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তা দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন